নুসরতকে বলেছি প্রয়োজনে রাত তিনটেতেও আমাকে ফোন করবি, আমি আছি:  শুভশ্রী

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 10, 2021 | 7:24 PM

নুসরতের মাতৃত্ব, সন্তানের পিতৃপরিচয় ... ইত্যাদি নানা বিষয় নিয়ে যখন ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, তখন টিভিনাইন বাংলার কাছেই প্রথম বার মুখ খুললেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

নুসরতকে বলেছি প্রয়োজনে রাত তিনটেতেও আমাকে ফোন করবি, আমি আছি:  শুভশ্রী
শুভশ্রী-নুসরত

Follow Us

 

ঝড়ের মতো এসেছিল খবরটা। অভিনেত্রী নুসরত-জাহানের মা হওয়ার খবর তোলপাড় হয়েছিল টলিউড। অন্দরে নানা গসিপ, নানা চর্চা। সোশ্যাল মিডিয়া বক্রোক্তি উড়ে এসেছিল অভিনেত্রীর ‘বন্ধু’দের থেকেও। ট্রোল-মিমে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। তবে সে সবকে কার্যত তুড়ি মেড়ে উড়িয়ে দিয়ে মাতৃত্বের একেবারে শেষ পর্যায়ে এসে হাজির হয়েছেন নুসরত। নুসরতের মাতৃত্ব, সন্তানের পিতৃপরিচয় … ইত্যাদি নানা বিষয় নিয়ে যখন ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, তখন টিভিনাইন বাংলার কাছেই প্রথম বার মুখ খুললেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

টিভিনাইনকে বাংলাকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছেন খবরটা পেয়েই নুসরতকে ফোন করেছিলেন তিনি। তাঁর সঙ্গে কথাও হয়েছে নুসরতের। এক সন্তানের মা শুভশ্রী মা হওয়া ও মাতৃত্ব পরবর্তী নানা বিষয় নিয়ে কথা বলেছেন অভিনেত্রী-সাংসদের সঙ্গে। শুভশ্রী বলেন, “ফোন করেই ওকে বলেছি আমি যেহেতু অভিজ্ঞ মা তাই যদি দরকার হয় তুই রাত তিনটেতেও আমাকে ফোন করতে পারিস। আমি আছি।” শুভশ্রীর মতে একজন গর্ভবতী মহিলার মাতৃত্ব পর্যায় চলাকালীন তা নিয়ে যত আলোচনা হয় মাতৃত্ব পরবর্তী অবস্থা নিয়ে কিন্তু সেভাবে কেউ কথা বলে না। তিনি যোগ করেন, “বাচ্চা হওয়ার পর একজন মেয়ে যে পরিবার মানসিক উথালপাথালের মধ্যে দিয়ে যায় তা আমি নিজে অনুভব করেছি। কিন্তু তা নিয়ে সেভাবে কখনওই কথা হয় না তেমন। সেই সময়টা যদি নুসরতের পাশে আমি দাঁড়াতে পারি তাহলে আমি খুশি হব।”


নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জানিয়েছিলেন সন্তানের বাবা তিনি নন। অন্যদিকে নুসরত এক বিবৃতিতে জানিয়েছিলেন নিখিলের সঙ্গে তুরস্কতে যে ‘বিয়ে’ হয়েছিল তাঁর তা ভারতে ‘বৈধ’ নয় কারণ আইনত তাঁদের বিয়ে হয়নি। তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন। স্বভাবতই প্রশ্ন উঠেছে, জন-প্রতিনিধি হিসেবে লোকসভার বায়োপ্রোফাইলে তাহলে ‘বিবাহিত’ এবং স্বামীর নামের জায়গায় নিখিল জৈনের উল্লেখ করলেন কেন? সংসদ ভবনে ‘আমি নুসরত জাহান রুহি জৈন’ বলে সাংসদ হিসাবে নুসরত জাহানের শপথবাক্য পাঠের যে মুহূর্তের ভিডিয়ো টুইটে শেয়ার করেছেন বিজেপির অমিত মালব্য, তাতে আরও জোরদার হয়েছে এই প্রশ্ন: জন-প্রতিনিধি হিসেবে নুসরত তাঁর ম্যারিটাল স্টেটাস সম্পর্কে যে তথ্য় পেশ করেছেন, তা আদৌ নীতিগত বলে বিবেচিত হতে পারে কি না।

আরও পড়ুন- একই ছবিতে সহ-অভিনেতার থেকে বেশি পারিশ্রমিক পেয়েছেন যে সব অভিনেত্রী

তবে এত প্রশ্নের মাঝেই যশ ও নুসরতের বিশেষ সম্পর্ক নিয়েও উঠছে নানা আলোচনা। নিজেদের সম্পর্ক স্বীকার করেন না তাঁরা। এমনকি সন্তানের বাবা যশ কিনা তা নিয়েও প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। অথচ যত মা হওয়ার দিন এগিয়ে আসছে ততই যেন যশের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যেই স্বীকার করে নিচ্ছেন তাঁরা। কিছুদিন আগেই শহরের রাস্তায় হাতে হাত রেখে খেতে গিয়েছিলে তাঁরা। সেই ছবি ধরা পড়েছিল টিভিনাইন বাংলার পর্দায়। মুখে কিছু না বললেও পাশে থাকার বার্তা দিচ্ছেন যশ। পাশে আছেন বোনুয়া মিমি-শুভশ্রীও।

Next Article