Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

একই ছবিতে সহ-অভিনেতার থেকে বেশি পারিশ্রমিক পেয়েছেন যে সব অভিনেত্রী

সম পরিমাণ তো বটেই সহ অভিনেতার থেকে ছবিতে বেশি পারিশ্রমিক পেয়েছে অভিনেত্রী-- এ উদাহরণও রয়েছে। তালিকায় রয়েছেন শ্রদ্ধা-আলিয়ার মতো নিউ- এজ অভিনেত্রীরাও।

| Edited By: | Updated on: Aug 09, 2021 | 11:05 PM
সূত্র বলছে, ভন্সালীর নতুন ছবি স্বামী রণবীরের সমপরিমাণ পারিশ্রমিক না পাওয়ায় কাজ করতে অস্বীকার করেছে দীপিকা পাড়ুকোন। তা নিয়ে দিন কয়েক ধরেই চলছে বিস্তর লেখালিখি। বলিউডে পারিশ্রমিক সংক্রান্ত এই বিভাজন নতুন নয়। অতীতে বহু অভিনেত্রী এ নিয়ে আওয়াজ তুলেছেন। তবে ছক ভেঙেছেন কেউ কেউ। সম পরিমাণ তো বটেই সহ অভিনেতার থেকে ছবিতে বেশি পারিশ্রমিক পেয়েছে অভিনেত্রী-- এ উদাহরণও রয়েছে। তালিকায় রয়েছেন শ্রদ্ধা-আলিয়ার মতো নিউ- এজ অভিনেত্রীরাও।

সূত্র বলছে, ভন্সালীর নতুন ছবি স্বামী রণবীরের সমপরিমাণ পারিশ্রমিক না পাওয়ায় কাজ করতে অস্বীকার করেছে দীপিকা পাড়ুকোন। তা নিয়ে দিন কয়েক ধরেই চলছে বিস্তর লেখালিখি। বলিউডে পারিশ্রমিক সংক্রান্ত এই বিভাজন নতুন নয়। অতীতে বহু অভিনেত্রী এ নিয়ে আওয়াজ তুলেছেন। তবে ছক ভেঙেছেন কেউ কেউ। সম পরিমাণ তো বটেই সহ অভিনেতার থেকে ছবিতে বেশি পারিশ্রমিক পেয়েছে অভিনেত্রী-- এ উদাহরণও রয়েছে। তালিকায় রয়েছেন শ্রদ্ধা-আলিয়ার মতো নিউ- এজ অভিনেত্রীরাও।

1 / 6
পদ্মাবতে রণবীর সিং পেয়েছিলেন ৭ থেকে ৮ কোটি। অন্যদিএক দীপিকা পেয়েছি; ১২ কোটির মতো।

পদ্মাবতে রণবীর সিং পেয়েছিলেন ৭ থেকে ৮ কোটি। অন্যদিএক দীপিকা পেয়েছি; ১২ কোটির মতো।

2 / 6
স্ত্রী ছবিতে শ্রদ্ধা কাপুর পেয়েছিলেন সাত কোটির কাছাকাছি। ওই ছবিতে তাঁর সহঅভিনেতা রাজকুমার রাওয়ের পারিশ্রমিক ছিল শ্রদ্ধার থেকে কম। সূত্র বলছে ছিছোড়ে ছবিতেও সুশান্ত সিং রাজপুতের থেকে শ্রদ্ধার পারিশ্রমিক ছিল অনেকটাই বেশি।

স্ত্রী ছবিতে শ্রদ্ধা কাপুর পেয়েছিলেন সাত কোটির কাছাকাছি। ওই ছবিতে তাঁর সহঅভিনেতা রাজকুমার রাওয়ের পারিশ্রমিক ছিল শ্রদ্ধার থেকে কম। সূত্র বলছে ছিছোড়ে ছবিতেও সুশান্ত সিং রাজপুতের থেকে শ্রদ্ধার পারিশ্রমিক ছিল অনেকটাই বেশি।

3 / 6
রাজি ছবিতে আলিয়া ভাটের ভাঁড়ারে ঢুকেছিল ১০ কোটি টাকার কাছাকাছি। অন্যদিকে ভিকি পেয়েছিলেন আনুমানিক ৪ কোটি।

রাজি ছবিতে আলিয়া ভাটের ভাঁড়ারে ঢুকেছিল ১০ কোটি টাকার কাছাকাছি। অন্যদিকে ভিকি পেয়েছিলেন আনুমানিক ৪ কোটি।

4 / 6
জাজমেন্টাল হ্যায় ক্যায়া ছবিতে রাজুকুমার রাওয়ের থেকে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন কঙ্গনা। এ ছাড়া রঙ্গুন ছবিতেও নাকি তাঁর পারিশ্রমিক ছিল সইফ আলি খান ও শাহিদ কাপুরের থেকে অনেকটাই বেশি।

জাজমেন্টাল হ্যায় ক্যায়া ছবিতে রাজুকুমার রাওয়ের থেকে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন কঙ্গনা। এ ছাড়া রঙ্গুন ছবিতেও নাকি তাঁর পারিশ্রমিক ছিল সইফ আলি খান ও শাহিদ কাপুরের থেকে অনেকটাই বেশি।

5 / 6
সূত্র বলছে কি অ্যান্ড কা-তে অর্জুন কাপুরের থেকে বেশি টাকা পেয়েছিলেন করিনা কাপুর খান।

সূত্র বলছে কি অ্যান্ড কা-তে অর্জুন কাপুরের থেকে বেশি টাকা পেয়েছিলেন করিনা কাপুর খান।

6 / 6
Follow Us: