ভয় করো-না: থ্যালাসেমিয়া আক্রান্তকে রক্ত দান অভিনেত্রীর, উদ্যোগে সামিলের অনুরোধ সুদীপ্তার
অভীক নস্কর নামে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষের প্রয়োজনে রক্তদান করলেন অভিনেত্রী।
দূর্বিসহ এক পরিস্থিতি। ফেসবুকের ওয়ালে-ওয়ালে চলছে অক্সিজেন, আইসিইউ বেড, রেমডেসিভিরের খোঁজ। এগিয়ে আসছেন মানুষ মানুষেরর পাশে। বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত। সেলেব্রিটিরাও থেমে নেই। একের পর এক উদ্যোগ নিয়ে সঙ্কটের সময়েকে পেরতে উদ্যত হচ্ছেন। আজ থেকে যিশু সেনগুপ্তর উদ্যোগে কোভিড আক্রান্তদের ঠাঁই হল বাণীচক্র স্কুলে। রোগীদের জন্য সেফ হোমের ব্যবস্থা করলেন অভিনেতা। তেমনই এক উদ্যোগের শরিক হলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
আরও পড়ুন সুজয়ের ছবিতে শাহিদ! এবার কোন ‘কাহানি’ শোনাতে চলেছেন পরিচালক?
অভীক নস্কর নামে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষের প্রয়োজনে রক্তদান করলেন অভিনেত্রী। নিজের ফেসবুক ওয়ালে সে ছবি পোস্ট করে ক্যাপশানে সুদীপ্তা লেখেন, ‘আমি আজ আমার অংশের কাজটি করেছি… থ্যালাসেমিয়ায় ভুগছেন অভীক নস্করের জন্য। আপনারাও নিজেদের অংশটি করুন। বন্ধুরা …রক্ত দান করুন।’
মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেত্রী, পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মা সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ছিলেন শিক্ষিকা। তাঁর ছাত্রী ছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ফেসবুকে প্রিয় শিক্ষিকার ছবি পোস্ট করে সুদীপ্তচা লেখেন, ‘সুদীপ্তা ব্যানার্জী…আমার স্কুলের ভূগোল শিক্ষিকা, যাঁর অসামান্য জ্ঞান, অপূর্ব ইংরিজি উচ্চারণ, সর্বদা হাসিমুখ আর আদর মাখানো কথা…ছোটবেলাটা জুড়ে ছিল। বড় হয়ে অবশ্য অন্য কারণে প্রায়ই দেখা হত। কারণ তখন তিনি শুধু দিদিমণি নন, চূর্ণীদির মা আর কৌশিকদার শাশুড়ি ও বটে।
কৌশিকদার ছবির শুটিংয়ে বা চূর্ণীদি/ কৌশিকদার ছবির প্রিমিয়ারে দেখা হত, কত গল্প হত। আমার শিক্ষিকা হিসেবে খুব গর্ব করতেন আমাকে নিয়ে। প্রত্যেক ছবি দেখে বেরিয়েই মাথায়,গালে হাত দিয়ে আদর, বলতেন, তুমি তো ভাল করবেই, আমি জানি…” !!! কত আশীর্বাদ, কত ভালবাসা পেয়েছি দিদির কাছে। আমাকে মাঝে-মাঝে মজা করে ডাকতেন ‘নেমসেক’ বলে। এক্ষুণি খবর পেলাম দিদি আর নেই। কোভিড কেড়ে নিলো তাঁকে ও।’ চূর্ণী গঙ্গোপাধ্যায় ও তাঁর পরিবারের প্রতি সমবেদনাও জানান সুদীপ্তা।