আজ সকলে তনুশ্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন, বিশেষ কারণ?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 06, 2021 | 3:07 PM

Tanushree Chakraborty: না! বয়স নিয়ে খুব একটা ভাবেন না তনুশ্রী। পেশার প্রয়োজনেই নিজেকে মেনটেন করেন নিয়মিত। আজকের কী প্ল্যান?

আজ সকলে তনুশ্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন, বিশেষ কারণ?
তনুশ্রী চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

তনুশ্রী চক্রবর্তী। টলিউডের দীর্ঘ কেরিয়ার অভিনেত্রীর। রাজনীতির ময়দানে তিনি নতুন। এই দুই কেরিয়ারের জন্যই অনুরাগীরা শুভেচ্ছা বার্তা পাঠান তাঁকে। তবে আজ একটি বিশেষ কারণে শুভেচ্ছা পাচ্ছেন তিনি। কারণ আজ তনুশ্রীর জন্মদিন।

না! বয়স নিয়ে খুব একটা ভাবেন না তনুশ্রী। পেশার প্রয়োজনেই নিজেকে মেনটেন করেন নিয়মিত। জন্মদিনের কী প্ল্যান? TV9 বাংলাকে এ প্রসঙ্গে তনুশ্রী বললেন, “এখন তো সব কিছুই বাড়িতে। কয়েকজন বন্ধু বাড়িতে এসছে। একসঙ্গে খাওয়াদাওয়া, আড্ডা চলছে। বোনও আমাদের কাছেই আছে। আর কয়েকদিন পরেই ওর ডেলিভারি। পরিবার, বন্ধুদের নিয়ে কাটাচ্ছি।”

তনুশ্রীর বোন শুভশ্রী সন্তানসম্ভবা। আপাতত বোনকে নিজের কাছে রেখেছেন অভিনেত্রী। কিছুদিন আগেই বোনের বেবি শাওয়ারের ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সে সব ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। আজ জন্মদিনে টলিউড ইন্ডাস্ট্রির সতীর্থরা এবং বহু অনুরাগী ভার্চুয়ালি শুভেচ্ছা জানাচ্ছেন তনুশ্রীকে।

টলিউডে নুসরত জাহান এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে ইদানিং তনুশ্রীর ঘনিষ্ঠতা অনেক বেশি। এই তিন নায়িকা মাঝেমধ্যেই যে ঘরোয়া পার্টি করছেন, একসঙ্গে সময় কাটাচ্ছেন, তা স্পষ্ট। নুসরতের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসার সময়ও তাঁর সঙ্গী ছিলেন এই দুই নায়িকাই। ফলে নুসরতের সঙ্গে যে তনুশ্রীর এখন ভালই বন্ধুত্ব তা স্পষ্ট। তবে জন্মদিনে বাকি দুই নায়িকা বন্ধু কোনও বিশেষ আয়োজন করেছেন কি না, তা ভাঙতে চাইলেন না তনুশ্রী।

গত বিধানসভা নির্বাচনে প্রথম সক্রিয় রাজনীতির ময়দানে পা দেন তনুশ্রী। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ভোট মিটে যাওয়ার পর আর তেমন রাজনৈতিক কর্মসূচীতে তাঁকে যোগ দিতে দেখা যাচ্ছে না। তা হলে কি রাজনীতিতে আপাতত ইতি? ফের অভিনয়ে মন দেবেন তিনি? না! রাজনৈতিক কেরিয়ার নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে আলাদা করে কোনও মন্তব্য করেননি তিনি।

আরও পড়ুন, গোয়ায় ছুটি কাটাতে গেলেন অভিনেত্রী তৃণা সাহা, সঙ্গী কে?

Next Article
Nusrat Jahan: মধ্যরাতে নুসরতের পোস্টে ফিরল ‘অতীত’…!
বয়সে বড় কোনও মেয়ের প্রেমে পড়লে কী করা উচিত, বলে দিলেন শ্রীলেখা