গোয়ায় ছুটি কাটাতে গেলেন অভিনেত্রী তৃণা সাহা, সঙ্গী কে?

Trina Saha: এই মুহূর্তে ‘খড়কুটো’ ধারাবাহিকে তৃণার অভিনয় দেখছেন দর্শক। তাঁর অভিনীত চরিত্র 'গুনগুন' দর্শকের আদরের।

গোয়ায় ছুটি কাটাতে গেলেন অভিনেত্রী তৃণা সাহা, সঙ্গী কে?
তৃণা সাহা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2021 | 2:40 PM

সেলিব্রেশন টাইম। হ্যাঁ, বাংলা টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার জীবনে সেলিব্রেশন টাইম চলছে গত কয়েক মাস ধরেই। গত ফেব্রুয়ারিতে সাত পাকে বাঁধা পড়েছেন এই জুটি। সদ্য ছ’মাসের বিবাহবার্ষিকী কাটিয়ে ফেললেন। সেলিব্রেশন তো হবেই। গোয়ার উদ্দেশ্যে পাড়ি দিলেন তাঁরা।

শুক্রবার সকালে গোয়া বিমানবন্দর থেকে নিজের একটি ছবি শেয়ার করেছেন তৃণা। লেমন ইয়েলো স্কার্ট, জ্যাকেট, কালো টপ। খোলা চুল এবং সানগ্লাসের লুকে পুরোপুরি ছুটির মুডে অভিনেত্রী। হ্যাশট্যাগে ভ্যাকেশন, ‘গোয়া’, ‘সেলিব্রেশন’, ‘ফ্রেন্ডস’-এর মতো শব্দ ব্যবহার করেছেন। আর তা থেকেই স্পষ্ট এই মুহূর্তে গোয়ায় ছুটি কাটাতে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। তবে কতদিনের জন্য তাঁর এই গোয়া সফর তা এখনও স্পষ্ট নয়। সঙ্গী হিসেবে বন্ধুরা রয়েছেন, তা তাঁর পোস্ট থেকেই বোঝা যাচ্ছে। তৃণার সবথেকে কাছের বন্ধু তথা স্বামী নীল তো থাকবেনই।

এই মুহূর্তে ‘খড়কুটো’ ধারাবাহিকে তৃণার অভিনয় দেখছেন দর্শক। তাঁর অভিনীত চরিত্র ‘গুনগুন’ দর্শকের আদরের। কৌশিক রায় এবং তৃণার জুটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। পারিবারিক গল্প ধরা পড়ছে চিত্রনাট্য। একান্নবর্তী পরিবারের গল্পে কোথাও যেন ফেলে আসা সময়কে ফিরে পাচ্ছেন দর্শক। টিআরপির হিসেবে এই খড়কুটো ধারাবাহিক ভাবে ভাল ফল করেছে।

অন্যদিকে গত তিন বছরের বেশি সময় ধরে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে নীলের অভিনয় দেখছেন দর্শক। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, সুশান্ত দাসের প্রযোজনায় আসন্ন ‘উমা’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে নীলকে ফের দেখা যাবে। এই ধারাবাহিকে প্রথমবার কাজ করছেন মডেল শিঞ্জিনি চক্রবর্তী। যদিও নীল এ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে আপাতত ছুটির সময়। গোয়া থেকে ফিরে ফের কাজে মন দেবেন দম্পতি।

আরও পড়ুন, ‘সব রকমের রাজনীতির মধ্যেও টিকে থেকেছি’, বিস্ফোরক মনোজ