AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tathagata-Bibriti: বৃষ্টিভেজা মায়াবী সন্ধেয় মুখোমুখি তথাগত-বিবৃতি, রইল সেই এক্সক্লুসিভ ছবি

Tathagata-Bibriti: আষাঢ়ে স্নান সেরে কলকাতায় যখন সবে রাত নামছে তখনই দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে ফ্রেমবন্দি হলেন তথাগত-বিবৃতি।

Tathagata-Bibriti: বৃষ্টিভেজা মায়াবী সন্ধেয় মুখোমুখি তথাগত-বিবৃতি, রইল সেই এক্সক্লুসিভ ছবি
একান্তে। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Jun 25, 2022 | 2:32 AM
Share

শহর আজ বেশ ভিজেছে। রাস্তায় দাঁড়িয়েছে জল। উইকেন্ডের আমেজ মাখা অফিস-ফিরতি বাসও বেশ ফুরফুরে। ক্যাফের নিরালা কোণে জায়গা খুঁজে নিয়েছে প্রেমিক-প্রেমিকা। আষাঢ়ে স্নান সেরে কলকাতায় যখন সবে রাত নামছে তখনই দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে ফ্রেমবন্দি হলেন তথাগত-বিবৃতি। সামনে সাজানো খাবার, সুসজ্জিত ক্যাফের কর্নার সিটেই তখন দুই মনের আড্ডা বেশ জমে উঠেছে। আড্ডার টপিজ অজানা, তবে যে তা বেজায় গভীর, সে অনুমান করাই যায়।

তাঁদের নিয়ে হাজারও আলোচনা। তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়েও হাজারও প্রশ্ন। টলিউডের গুঞ্জন বলে স্ত্রী দেবলীনার সঙ্গে তথাগতর বিচ্ছেদের নেপথ্যেও নাকি বিবৃতি। পরিচালক ও অভিনেত্রীর প্রেমের গসিপে যখন টেলিপাড়া রীতিমতো সরগরম ঠিক তখনই এই উইকেন্ডে মুডের মিষ্টি ছবি কি আগুনে ঘি? প্রেমের কথা যদিও বরাবরই অস্বীকার করেছেন তাঁরা। কখনও আবার এড়িয়েও গিয়েছেন সচেতন ভাবেই।

জুলাই মাসের ভরা বর্ষায় মুক্তি পেতে চলেছে তথাগতর ছবি ‘ভটভটি’। ছবিতে বিবৃতিই নায়িকা। কিছুদিন আগেই মনোক্রোমে সমুদ্র সৈকতে এক নারীমূর্তির ছবি শেয়ার করেছিলেন পরিচালক। কে সেই রহস্যময়ী? এ প্রশ্ন করতেই টিভিনাইন বাংলাকে তথাগত বলেন, ” আমি ছবি তুলতে ভালবাসি। বিভিন্ন মুহূর্ত লেন্সবন্দি করি। যা পরবর্তী সময়ে আমার সিনেমায় ব্যবহার করি। যাঁরা আমায় চেনে-জানে, তাঁরা এই বিষয়টা জানেন। এই নিয়ে এত কৌতুহলের কিছু নেই। এটা নিয়ে মানুষ জন ভাবছেন, মানে আমরা কোথাও তাঁদের দৈনন্দিন জীবনের অঙ্গ। এটা ভেবে আমার ভাল লাগছে”। এড়িয়ে গিয়েছিলেন আসল উত্তর। তবে এবার আর এড়ানো গেল কই? ধরা পড়লেন আমাদের ক্যামেরায়। আগামী ছবির আলোচনা নাকি নিভৃতে অবসর যাপন– প্রশ্ন তুলে দিলেন হাজারও।