Rudranil Ghosh: ‘ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট’ হ্যাকারের হাতে, দুশ্চিন্তা রুদ্রনীল; ৭৫,০০০ টাকায় বিক্রির চেষ্টা
Instagram-Hacking-Rudranil Ghosh: রাতের ঘুম উড়ে যাওয়ার মতো ঘটনা তো বটেই। রুদ্রনীলের হ্যাক হওয়া অ্যাকাউন্টে দুটি পোস্টও করেছে হ্যাকার...
বিপদে পড়েছেন রুদ্রনীল ঘোষ। হ্যাক হয়েছে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। কেবল তাই নয়। রুদ্রনীলকে এক সূত্র জানিয়েছে, হ্যাকার নাকি তাঁর অ্যাকাউন্টটি ৭৫,০০০ টাকায় বিক্রি করতে চেয়েছিল। রুদ্রনীল অভিযোগ জানিয়েছেন সংশ্লিষ্ট জায়গায়। সেই সঙ্গে সতর্ক করেছেন প্রত্যেককে। অজানা কোনও লিংকে ক্লিক না করার আর্জি জানিয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের সরব হয়েছেন রুদ্রনীল। কখনও সিবিআইকে পাশ কাটিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়া অনুব্রতকে নিয়ে জয় গোস্বামীর কবিতাকে নিজের মতো করে বলেছেন। তো কখনও হাঁসখালি নিয়ে মুখ খুলছেন। এরপরই এই ঘটনা। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবার হ্যাকারের পাল্লায়। ইনস্টাগ্রামের দোসর ফেসবুকে এসে রুদ্রনীল পোস্ট করে জানিয়েছেন তাঁর চিন্তার কথা। সঙ্গে শেয়ার করেছেন কিছু স্ক্রিন শট। রুদ্রনীল লিখেছেন,
“আজ দুপুরে আমার ইন্সটাগ্রাম একাউন্ট হ্যাক হয়। কমপ্লেন করেছি। সূত্রে খবর পেলাম, ছবিও পেলাম যে ব্লু টিক ভেরিফায়েড একাউন্ট হ্যাকার ৭৫,০০০ টাকায় বিক্রিও করার চেষ্টা করছে। দেখা যাক কি হয়!!! সবাই সতর্ক থাকুন নিজের প্রোফাইল নিয়ে। অজানা কোনও লিংকে ক্লিক করবেন না।
★ আজ দুপুর ৩টের পর আমার একাউন্ট থেকে আমার নিয়ন্ত্রণে নেই। তাই কোনও পোস্ট বা মেসেজ আমি করছি না। ইন্সটাগ্রাম আমার অ্যাকাউন্ট উদ্ধার করে আমার হাতে ফেরত দিলে জানাব।
★আমার নিজের করা আজ শেষ পোস্ট ছিল একজন শিল্পী আমার হাতে আমায় আঁকা ছবি গিফ্ট করছেন।
তার আগের দুটো ছবি ” আমি আর আবিরের। স্বস্তিক সংকেত সিনেমায় আমার বৃদ্ধ লুক আমি আজ পোস্ট করিনি।”
চিন্তা হওয়ারই কথা… তাই না!