Jeet: বলিউড থেকে কি ডাক পেলেন জিৎ, দক্ষিণী দুনিয়ায় কাজ করার ইচ্ছা নিয়ে কী বললেন টলিউড রাবণ

Tollywood: বর্তমানে টলিউডের (Tollywood) একাধিকস্টারকে দেখা যাচ্ছে বলিউড কিংবা দক্ষিণে কাজ করতে। সেই তালিকাতে কি নাম লেখালেন অভিনেতা জিৎ!

Jeet: বলিউড থেকে কি ডাক পেলেন জিৎ, দক্ষিণী দুনিয়ায় কাজ করার ইচ্ছা নিয়ে কী বললেন টলিউড রাবণ
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2022 | 10:18 AM

টলিউডে একের পর এক বাঘা-বাঘা হিট ছবি উপহার দিয়েছেন অভিনেতা জিৎ (Jeet) । তবে বর্তমানে টলিউডের (Tollywood) একাধিকস্টারকে দেখা যাচ্ছে বলিউড কিংবা দক্ষিণে কাজ করতে। সেই তালিকাতে কি নাম লেখালেন অভিনেতা জিৎ! কেরিয়ারের শুরুতেই তাঁর ইচ্ছে ছিল বলিউডে পসার জমানোর। একের পর এক ভাল ছবি করেছেন যেন টলিউডে ঠিক তেমনই একটা সময় বলিউডের জন্য স্বপ্ন দেখেছিলেন তিনি। টিনসেল টাউনে প্রথম নিজের ভাগ্য পরোক্ষ করতে গিয়েছিলেন তিনি। তবে বলিউডে তেমন কোনও সুযোগ না পাওয়ায় অবশেষে টলিউডে এসে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন জিৎ। তিনি অমিতাভ বচ্চনের বেশ ভক্ত। বচ্চন ছবির জন্য পাঠিয়েছিলেন শুভেচ্ছা বার্তাও।

তবে সেই জিৎ-এর মনে কি এখনও স্বপ্ন রয়েছে বলিউডে কাজ করার! টিভি ৯-কে সুপারস্টার জানালেন- অবশ্যই। শুধু বলিউড কেন, দক্ষিণেও কাজের সুযোগ আসলে আমি নিশ্চই তা গ্রহণ করব। পাশাপাশি ভাল ওটিটি-র কাজ এলেও আমি করব। এ কথা অতীতেও আমি জানিয়েছি। যদিও এখনও তেমন কোনও কাজের প্রস্তাব আসেনি। তেমন কিছু খবর থাকলে সবার আগে আমিই জানাব।

ফলে এখনই টলিউডের বাইরে জিৎ-এর কাজ করা নিয়ে গুঞ্জণ তুঙ্গে উঠলেও অভিনেতার তরফ থেকে তেমন কোনও খবরই নেই। তবে বর্তমানে যশ দাশগুপ্ত থেকে শুরু করে রুক্মিনী মৈত্র কিংবা যীশু সেনগুপ্ত সকলেই কম বেশি কাজ করে চলেছেন বিভিন্ন সিনেদুনিয়ায়। স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে টোটা রায় চৌধুরী, বিভিন্ন স্টারেরা ডাক পেয়েছেন বিভিন্ন সিনে দুনিয়া থেকে। ফলে সুপারস্টার জিৎ-ও যে সেই তালিকায় থাকতে পারেন তা বলাই বাহুল্য। যদিও তা নিয়ে গুঞ্জণ রটলেও এখনও তেমন কোনও সুখবর নেই বলেই বিষয়টা স্পষ্ট করে দিলেন জিৎ। টলিউডে একাধিক প্রজেক্ট এখন তাঁর হাতে। ঝড়ের গতিতে ভাইরাল হযেছে তাঁর অতীতে করা এক একটি ছবি। দর্শক মহলে তাঁর চাহিদাও তুঙ্গে। এখন আগামী ছবির কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি।

এরই মাঝে বুধবার কাক ভোরে নিউমার্টেকে সকলের নজর এড়িয়ে ফ্রেমবন্দি জিৎ। সঙ্গে ছিলেন সুস্মিতা চট্টোপাধ্যায়ও। এদিন বিশেষ করে তাঁকে দেখে এক প্রকার সকলের মনেই প্রশ্ন জাগে চেঙ্গিস জুটি কি তবে গোপনে প্রেমে মত্ত। তেমনটা নয়, ছবির কাজেই সম্ভাবত এই জুটি ব্যস্ত রয়েছেন। যদিও সেই প্রসঙ্গে এখনও মুখ খুলতে নারাজ জিৎ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট সামনে আসতেই তা ঘিরে রীতিমত জল্পনা তুঙ্গে, জুটিকে শহরপ কলকাতার পথে দেখা মাত্রই দর্শক মনে খুশির মেজাজ।