প্রত্যুষাকাণ্ডের পর আরও একবার টলিউডের এক অভিনেত্রীকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। রিজেন্টপার্ক থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই অভিনেত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই অভিনেত্রীর বয়ান অনুযায়ী, দিন কয়েক আগে অভিনেত্রীর মোবাইলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ফোন আসে। এর পরেই অভিনেত্রীর উদ্দেশ্যে সেই ব্যক্তি অশ্লীল মন্তব্য করেন বলে অভিযোগ্বা
এখানেই শেষ নয়, অভিনেত্রীর আরও অভিযোগ, শুধু অশ্লীল মেসেজই নয় ওই ব্যক্তি ফোন করে মানসিক ভাবেও যন্ত্রণা দিতে থাকে। বিকৃত মানসিকতার পরিচয় দেয় ফোনের মাধ্যমে। এরপরই ওই অভিনেত্রী মঙ্গলবার সন্ধ্যে বেলা এসে রিজেন্ট থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনাটি খতিয়ে দেখছেন তাঁরা। ইতিমধ্যেই অভিযুক্তের ফোন নম্বর ট্র্যাক করা শুরু হয়েছে। তাঁদের আশ্বাস দ্রুত অভিযুক্ত ধরা পড়বে। দিন কয়েক আগেই টলিপাড়ার আর এক অভিনেত্রী প্রত্যুষা পালকেও প্রায় একই ধরনের সমস্যাত সম্মুখীন হতে হয়েছিল। ইনস্টাগ্রামে তাঁকে ও তাঁর মাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি। গোটা ঘটনায় পুলিশের দ্বারস্থ হওয়ার পরেও সুরাহা না মেলার অভিযোগ তুলেছিলেন প্রত্যুষা। এর পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।
আরও পড়ুন-‘ধর্ষণের হুমকি, জনসমক্ষে বিষয়টা আসতেই পুলিশের সাহায্য পাচ্ছি’, বললেন প্রত্যুষা পাল