AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jeet: ‘আমার কাছে সিনেমা মানে…’, ইন্ডাস্ট্রি নিয়ে ঠিক কী বললেন জিৎ

Bengali Actor: যেখানে স্বপ্নের হিরোকে দেখার জন্য হাজার হাজার ভক্ত লাইন দিয়ে থাকে। জিৎ-এর কথায় এভাবে প্রতিযোগিতা অনেক বেশি বেড়ে যায়।

Jeet: 'আমার কাছে সিনেমা মানে...', ইন্ডাস্ট্রি নিয়ে ঠিক কী বললেন জিৎ
| Edited By: | Updated on: Aug 12, 2023 | 9:00 AM
Share

জিৎ মদনানি, টলিউডের সুপারস্টার। যাঁর ছবি মুক্তি পাওয়া মাত্রই তা ভক্তমনে ঝড় তোলে। কিন্তু জিৎতের ছবি পরতে পরতে চমক জাগায় কেবল মাত্র বাণিজ্যিক ছবির চিত্রনাট্যেই। ছকভাঙা ছবি তাঁর ঝুলিতে বেশ কম। যেখানে একের পর এক অভিনেতা বছর মুঠো মুঠো ছবি করছেন, সেখানে বছরে একটি ছবি নিয়ে ব্যস্ত থাকেন জিৎ। তবে তাঁর কাছে বাণিজ্যিক ছবিই হল মূল। যা দর্শকদের প্রতিটা মুহূর্তে চমক জাগায়। যেখানে স্বপ্নের হিরোকে দেখার জন্য হাজার হাজার ভক্ত লাইন দিয়ে থাকে। জিৎ-এর কথায় এভাবে প্রতিযোগিতা অনেক বেশি বেড়ে যায়। তাঁর জন্য বিষয়টা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে। কিন্তু জিৎ মনে করেন তাঁর কাছে এটাই বাস্তব। এটাই সিনেমা। যা মানুষকে স্বপ্নের জগতে নিয়ে যায়।

এক সাক্ষাৎকারে জিৎকে বলতে শোনা যায়, আমরা ‘রোজ যা দেখি, তা সিনেমা নয়। সিনেমা মানে এক বিশেষ আকর্ষণ, বিশেষ উত্তেজনা। জীবনের থেকে বড় কিছু। যা তোমাকে এক স্বপ্নের জগতে নিয়ে যাবে। আমার কাছে এটাই সিনেমা। বাণিজ্যিক ছবি ছাড়া ইন্ডাস্ট্রি দাঁড়াতে পারে না। অনেকেই হয়তো এই কথাটা বলে থাকেন, কিন্তু কাজের ক্ষেত্রে তা আলাদা হয়ে যায়।’

জিতের কথায়, তিনি কেবল অভিনয়টাই পারেন, তাই বছরের পর বছর সেই কাজটাই মন দিয়ে করে চলেছেন জিৎ। এর বাইরে কোনও বিষয় নিয়ে তিনি চর্চা করেন না বলেই অনেকের মনে অনেক প্রশ্ন থেকে যায়। কীভাবে নিজেকে শত বিতর্ক থেকে সরিয়ে রেখেছেন জিৎ, তা জানতে মরিয়া বহু ভক্ত। যদিও এ প্রশ্নের উত্তরে জিৎ স্পষ্ট জবাব দিয়েছিলেন। কোনওভাবে এড়িয়ে না গিয়ে মন খুলে বললেন, ‘যে কাজটা পারি না সে কাজটা করার চেষ্টাও করি না। কাল যদি আমায় বলা হয় বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট খেলতে, আমি নিশ্চয়ই পারবো না।’