Nusrat Jahan: পাখিদের ঘরে ফেরার দিশা দেখানো যাক… নুসরত জাহানের নতুন পোস্টে কীসের ইঙ্গিত?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jun 26, 2021 | 10:53 PM

সমস্ত জল্পনার মধ্যে নজর কেড়েছে কিন্তু নুসরতের 'গ্লোয়িং স্কিন'। মাতৃত্বের প্রথম পর্যায়ে অভিনেত্রীর ঔজ্জ্বল্য যে আরও বেড়েছে সেকথা কিন্তু একবাক্যে স্বীকার করে নিচ্ছেন নুসরতের অনুরাগীরা।

Nusrat Jahan: পাখিদের ঘরে ফেরার দিশা দেখানো যাক... নুসরত জাহানের নতুন পোস্টে কীসের ইঙ্গিত?
সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান।

Follow Us

বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় আগেও শেয়ার করেছেন নুসরত জাহান। সাংসদ-অভিনেত্রীর নতুন ছবিতেও নেই কোনও রাখঢাক। পরনে মিকি মাউস প্রিন্টের ওয়েস্টার্ন আউটফিট দিয়ে অভিনেত্রী যেন বুঝিয়েই দিচ্ছেন মাতৃত্বের স্বাদ পুরোপুরি উপভোগ করতে তৈরি তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে নতুন ছবি শেয়ার করে নুসরত লিখেছেন, ‘লেটস গাইড দ্য লস্ট বার্ড হোম’। তাহলে কি নিজেকে ঘরে ফেরা পাখির সঙ্গে তুলনা করেছেন অভিনেত্রী? নাকি ঘর খুঁজছেন তিনি? এইসব প্রশ্নই এখন ঘুরছে নেটিজ়েনদের মনে।

তবে এই সমস্ত জল্পনার মধ্যে নজর কেড়েছে কিন্তু নুসরতের ‘গ্লোয়িং স্কিন’। মাতৃত্বের প্রথম পর্যায়ে অভিনেত্রীর ঔজ্জ্বল্য যে আরও বেড়েছে সেকথা কিন্তু একবাক্যে স্বীকার করে নিচ্ছেন নুসরতের অনুরাগীরা। হাল্কা মেকআপ আর সাধারণ পোশাকে অভিনেত্রীক দেখতেও লাগছে বেশ।

নুসরত জাহানের ইনস্টাগ্রাম পোস্ট 

গত কয়েকদিন ধরেই শিরোনামে নুসরতের ব্যক্তিজীবন। তাঁর বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসার পর তা আরও বেশি করে চর্চায় আসে। তবে সে সবে পাত্তা দিতে নারাজ তিনি। বরং মন দিয়েছেন শুটিংয়ে। সেই সঙ্গে ইনস্টাগ্রামে অনবরত চলছে আপডেট দেওয়া। গত কয়েকদিনে ইনস্টা স্টোরি আর পোস্ট মিলিয়ে বেশ কিছু বার্তা দিয়েছেন অভিনেত্রী। নতুন পোস্টে বাসা হারানো পাখিকে দিশা দেখানোর কথা বলে নুসরত ঠিক কী বার্তা দিতে চেয়েছেন, তাই নিয়েই এখন জোর জল্পনা শুরু হয়েছে নেট দুনিয়ার অন্দরমহলে।

যশের ইনস্টাগ্রাম পোস্ট 

গত কয়েকদিন ধরেই নুসরত জাহানের সঙ্গে সঙ্গেই সংবাদ শিরোনামে রয়েছেন তাঁর বিশেষ বন্ধু তথা অভিনেতা যশও। ইনস্টাগ্রামে যশের নতুন পোস্টও কিন্তু অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। সাদাকালো ছবি শেয়ার করেছেন যশ। হাতে ধরা চায়ের কাপ। পাশে হাজির তাঁর প্রিয় পোষ্য। কার জন্য যশ ‘শুভ সকাল’ লিখে বিশেষ বার্তা দিয়েছেন, তা জানতে উদগ্রীব হয়ে রয়েছেন নেটিজ়েনদের অনেকেই। এমনকি দুই তারকার ইনস্টা পোস্ট ঘিরে দুইয়ে দুইয়ে চার করার চেষ্টাও চলছে।

আরও পড়ুন- Nusrat-Yash: শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা নুসরত, বিশেষ বার্তা দিলেন যশ

কিছুদিন আগে সংবাদমাধ্যেমকে দেওয়া নুসরতের বিবৃতিতে ‘তুরস্কের বিবাহ বিধি’ এবং ‘লিভ-ইন’ সম্পর্কের যে উল্লেখ ছিল, তাকে কেন্দ্র করে ওঠা প্রশ্নের এখনও কোনও উত্তর মেলেনি: জন-প্রতিনিধি হিসেবে লোকসভার বায়োপ্রোফাইলে তাহলে ‘বিবাহিত’ এবং স্বামীর নামের জায়গায় নিখিল জৈনের উল্লেখ করলেন কেন?

আরও পড়ুন- নিজেকে বিশ্বাস করি: লিখলেন নুসরত, শ্রাবন্তীর ‘বিশেষ’ মন্তব্যে নতুন বন্ধুত্বের ইঙ্গিত?

Next Article