Aparajita Adhya: নাচ শেখাতে মাস প্রতি কত নেন অপরাজিতা আঢ্য?
Aparajita Adhya: অপরাজিতা আঢ্য। নাচ ভালবাসেন ছোট থেকেই। তাঁর নাচের স্কুল রয়েছে বেশ কয়েকটি। প্রায়শই নাচের ভিডিয়ো দিতে দেখা যায় তাঁকে। মধ্যবিত্ত পরিবারের একটা প্রথাগত ধারণা নাচ যদি শিখতে হয় তাহলে ছোট থেকেই শিখতে হবে। বড় হয়ে নাচ শেখা সম্ভব নয়।
অপরাজিতা আঢ্য। নাচ ভালবাসেন ছোট থেকেই। তাঁর নাচের স্কুল রয়েছে বেশ কয়েকটি। প্রায়শই নাচের ভিডিয়ো দিতে দেখা যায় তাঁকে। তবে শুধু নাচের ভিডিয়োই নয়, তিনি নাচ শেখানও, সেই কোন ছোটবেলা থেকে। সব বয়সের মানুষদের জন্য নাচের স্কুল খুলেছেন তিনি। তবে আপনি যদি নাচ শিখতে চান অপরাজিতা কাছে, তাহলে কত টাকা দিতে হবে আপনাকে? অপরাজিতা জানিয়েছেন, তাঁর নাচের স্কুলের ক্লাস নেন মালা সেন। তিনি যেদিন সময় পান সেদিন যান। হাওড়াতেও নাচের স্কুল রয়েছে তাঁর। তাতে রয়েছে প্রায় দেড়শোর কাছাকাছি ছাত্র ছাত্রী। বেহালা ও হাওড়ায় তাঁর কাছে নাচ শিখতে লাগে মাস প্রতি ৭০০ টাকা।
ছোট থেকেই নাচ তাঁর পেশাও। তা তিনি বারেবারেই বলেছেন অতীতে। যদিও এই নাচ নিয়ে কটাক্ষের মুখোমুখিও হতে হয়েছে অপরাজিতাকে। ভারি চেহারার জন্য শুনতে হয়েছে নানা কথা। তবু তিনি দমে যাননি। এই মুহূর্তে ধারাবাহিকের কাজে ব্যস্ত তিনি। তাঁর অভিনীত ‘জল থই থই ভালবাসা’ বেশ সমাদৃত হয়েছে দর্শক মহলে।
View this post on Instagram