AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shrabanti Chatterjee Secret: কোন ঠাট্টা সহ্য করতে পারেন না শ্রাবন্তী, মুহূর্তে হারান মেজাজ

Srabanti Chatterjee Secret: শ্রাবন্তী বরাবরই বেশ খোলা মনেই কথা বলতে পছন্দ করেন। তাঁর একটাই যুক্তি, তিনি প্রথম থেকেই নিজের কাজ ও পেশার বিষয় সিরিয়াস।

Shrabanti Chatterjee Secret: কোন ঠাট্টা সহ্য করতে পারেন না শ্রাবন্তী, মুহূর্তে হারান মেজাজ
| Edited By: | Updated on: Jan 24, 2023 | 2:22 PM
Share

শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), টলিপাড়ায় যাঁর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। শুটিং সেট হোক বা রিয়ালিটি শো-এর মঞ্চ, মজা করে সকলের সঙ্গে সহজেই মিশে যেতে পারেন তিনি। তাঁকে নিয়ে সিনেপাড়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় চর্চা (Social Media Trolling) যতই তুঙ্গে হোক না কেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায় নিজের মতো করে সব কিছুর সঙ্গে যে ঠিক কতটা মানিয়ে নিতে পারেন, তার প্রমাণ মিলেছে অতীতে একাধিকবার। শ্রাবন্তী বরাবরই বেশ খোলা মনেই কথা বলতে পছন্দ করেন। তাঁর একটাই যুক্তি, তিনি প্রথম থেকেই নিজের কাজ ও পেশার বিষয় সিরিয়াস। মন দিয়ে অভিনয়টা তিনি করে যেতে চান। তবে শ্রাবন্তী সেটে থাকবে আর মজা হুল্লোর হবে না তা কি হয়! একাধিক সেলেবদের সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা গিয়েছে। তবে সব ধরণের মজা, ঠাট্টা ইয়ার্কিতে তিনি থাকলেও একটা বিষয় তিনি বেজায় সজাগ থাকেন।

কোন ধরনের ঘটনা শ্রাবন্তীর সঙ্গে ঘটলে তিনি পলকে মেজাজ হারাবেন? জি বাংলার টক শো অপুর সংসার-এ এসে শাশ্বত চট্টোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্ট জবাব দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। জানালেন, একমাত্র তাঁর একটা বিষয়তেই চরম ভয়। তা হল ভূত। ভূতে ভয় পান  শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাই এই বিষয় নিয়ে তাঁকে কেউ প্রশ্ন করলে তিনি পলকে মেজাজ হারাতে পারেন, এমন কি হাতা নিয়েও তাড়া করতে পারেন তিনি। বাকি কোনও বিষয় তিনি চট করে রেগে যান না।

শ্রাবন্তী নিজের বিষয় জানান, তিনি মানুষটি রাগী নন, তাই খুব একটা কোনও বিষয় নিয়ে রাগ করাটা তাঁর স্বভাব বিরুদ্ধ। তবে ব্যক্তিগত জীবন নিয়ে নিত্য যে কাটাছেড়া চলে, তা মাঝে মধ্যে শ্রাবন্তীকে ভাবিয়ে তোলে। শ্রাবন্তী তা নিয়ে মাঝে মধ্যেই বেজায় ভেঙেও পড়েন বলে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন। তবে নিজের সিদ্ধান্ত নিয়ে কোনও আক্ষেপ নেই তাঁর। সিনেদুনিয়ায় ভাল ভাল কাজ করে যাওয়াটাকেই পাখির চোখ করে নিয়েছে এই সেলেব।