AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jeet: ‘তোষামোদ করেন না’, জিৎ কেন মহানায়ক পুরস্কার না পাওয়ায় সরগরম নেটপাড়া

Viral News: এই প্রশ্ন মুখ ফুটে করেই ফেললেন পরিচালক রানা সরকার। সোশ্যাল মিডিয়ায় এক লাইলে লিখলেন তিনি- সুপারষ্টার জিৎ মহানায়ক সম্মান পায়না কেন ?

Jeet: 'তোষামোদ করেন না', জিৎ কেন মহানায়ক পুরস্কার না পাওয়ায় সরগরম নেটপাড়া
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 12:48 PM
Share

২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। এদিন সকল শিল্পীর হাতে মহানায়ক উত্তমকুমার পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুহূর্তে সেই পুরস্কার নেওয়ার পোস্ট শেয়ার করেন প্রতিটা সেলেব। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে যায়। মুহূর্তে ভাইরাল হয় সেই পোস্ট। তবে তালিকায় থাকলেন না টলিউড সুপারস্টার জিৎ মদনানি। সোশ্যাল মিডিয়ায় করলেন না কোনও পোস্ট। মঞ্চে দেখা গেল না তাঁকে। কেন তিনি এই পুরস্কার পেলেন না? তিনি কি যোগ্য নন? এই প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন নেই ভক্তদের কাছে। তবেসকলের মনে চাপা থাকা এই প্রশ্ন মুখ ফুটে বলেই ফেললেন পরিচালক রানা সরকার। সোশ্যাল মিডিয়ায় এক লাইলে লিখলেন তিনি- সুপারষ্টার জিৎ মহানায়ক সম্মান পায়না কেন ?

এরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে জিৎ ভক্তরা। কেউ লিখলেন, ‘কারণ জিৎদা কাউকে তেল মারেন না বাকিদের মতো, তাই পান না’। আবার কেউ লিখলেন, ‘পুরস্কারে কী আসে যায়? ধর্মেন্দ্র, সলমন খান কোনওদিন ফিল্মফেয়ারে পুরস্কার পাননি, তাতে কী আটকেছে?’ কারও কথায়, ‘নন্দনে তাঁর সিনেমা জায়গা পায় না। বছরের সেরা সিনেমা (অসুর) অ্যাওয়ার্ড সম্মানে নমিনেশন জায়গা পায় না। বঙ্গভূষণ অ্যাওয়ার্ড পান না। মহানায়ক অ্যাওয়ার্ড সম্মানও পান না। হ্যাঁ ইনি একজন ভীষণ বাজে অভিনেতা। যিনি নিজেকে ভুল মানুষদের কাছে কখনও বিকিয়ে দেয়নি।’ আবার কারও কথায় ‘তিনি তোষামোদ করেন না বলে।’

একশ্রেণী আবার পরিচালককেই একহাত নিলেন। কেউ বললেন, তিনি ভাইরাল হতে এই পোস্ট করেছেন, কেউ আবার লিখলেন তিনি দৃষ্টি আকর্ষণ করতে এই কাজ করেছেন।  যদিও সব প্রশ্নের উর্দ্ধে উঠে সকলেই এখন জিৎ, স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে কথা বলতে শুরু করেছেন। যাঁদের মূল আলোচ্য বিষয়ই হল ঠিক কীসের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে, তবে ট্রোলের শিকার থেকে যে এদিন জিৎ বাদ পড়লেন এমনটাও নয়। একজন লিখে বসলেন, ‘তিনি রিমেক ছবি তৈরি করেন তাই…।’