Yash-Nusrat: নুসরতকে ‘হ্যান্ড সার্ভিস’ দিতে চান যশ, ‘অশ্লীল’ তকমা জুটল অভিনেতার

Yash-Nusrat: পুজো কাটতে না কাটতেই মলদ্বীপে উড়ে গিয়েছেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। ছেলেদের সঙ্গে নেননি ঠিকই, কিন্তু সেলিব্রেশনে কোনও খামতি নেই দম্পতির। মলদ্বীপের যাত্রা পথের এক 'ট্র্যানজিশন ভিডিয়ো' শেয়ার করেছেন নুসরত। কমলা রঙের কো-অর্ড সেটে নিজেকে মুড়েছিলেন নুসরত।

Yash-Nusrat: নুসরতকে 'হ্যান্ড সার্ভিস' দিতে চান যশ, 'অশ্লীল' তকমা জুটল অভিনেতার
যশ-নুসরত।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2023 | 9:32 PM

পুজো কাটতে না কাটতেই মলদ্বীপে উড়ে গিয়েছেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। ছেলেদের সঙ্গে নেননি ঠিকই, কিন্তু সেলিব্রেশনে কোনও খামতি নেই দম্পতির। মলদ্বীপের যাত্রা পথের এক ‘ট্র্যানজিশন ভিডিয়ো’ শেয়ার করেছেন নুসরত। কমলা রঙের কো-অর্ড সেটে নিজেকে মুড়েছিলেন নুসরত। ক্যাপশনে লিখেছিলেন, “যে ধরনের পিকআপ অ্যান্ড ড্রপ সার্ভিস ভাল লাগে আমার। এই ভিডিয়োর সামনে ও পিছনে থাকা হাত যশ দাশগুপ্তের।”

এত অবধি ঠিকই ছিল, কিন্তু ভিডিয়োতে যশের কমেন্ট দেখেই নেটিজেনদের একটা বড় অংশ গেলেন ক্ষেপে। শুধু কি ক্ষেপে গেলেন? একই সঙ্গে যশের ওই কমেন্টকে দাগিয়ে দিলেন অশ্লীলও। কেন? নুসরতের ওই ভিডিয়োতে যশ লিখলেন, “জানিও যদি তোমার আমার ‘হাতের কাজ’ আরও লাগে। এরকম সার্ভিস দিতে পারলে আমি খুশিই হব।” নেটিজেনদের একড়া বড় অংশ মনে করেছেন নুসরতের পোস্টে যশের ওই কমেন্ট আদপে যৌনইঙ্গিতপূর্ণ। যতই তাঁরা স্বামী-স্ত্রী হন, দিনের শেষে তাঁরা তারকা, তাঁদের অনেকেই অনুসরণ করেন। সেক্ষেত্রে ‘হ্যান্ড সার্ভিস’ ও চোখ মারার ইমোজি দিয়ে তা ব্যক্ত করা আদপে কতটা শালীন–সে বিষয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

‘অশ্লীল’ তকমা জুটল অভিনেতার

সে যাই হোক, আপাতত এই কয়টা দিন বসিরহাট, সংসদ, সিনেমা, রোল, অ্যাকশনের বাইরে নিজেদের মতো কাটাতে চান তাঁরা। অতীতেও একাধিক কারণে ট্রোল্ড হয়েছেন নুসরত। এই যেমন মহালয়ার দিন ব্লাউজহীন ছবি শেয়ার করায় কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। যদিও তিনি দাবি করেছেন, কটাক্ষ বা সমালোচনাকে পাত্তা না দেওয়াই শ্রেয় বলে মনে করেন তিনি। যতই যাই বলুন না কেন, তাঁকে ঘিরে বিতর্কের কিন্তু শেষ নেই।