নুসরতকে নিয়ে পার্কস্ট্রিট ভ্রমণের ছবি প্রকাশ্যে আসার মধ্যেই ইঙ্গিতবহ পোস্ট যশের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 05, 2021 | 8:48 PM

নুসরতের নিখিলকে স্বামী হিসেবে অস্বীকারের পর যে প্রশ্ন বারেবারে উঠেছে তা হল জন-প্রতিনিধি হিসেবে লোকসভার বায়োপ্রোফাইলে ‘বিবাহিত’ এবং স্বামীর নামের জায়গায় নিখিল জৈনের উল্লেখ করলেন কেন অভিনেত্রী?

Follow Us

নুসরত জাহানকে নিয়ে জল ভেঙে পার্কস্ট্রিট গিয়েছিলেন যশ দাশগুপ্ত। টিভিনাইন বাংলার ক্যামেরায় ধরা পড়েছিল সেই ছবি। নুসরতকে নিয়ে পার্কস্ট্রিট ভ্রমণের ঠিক একদিন পর সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবহ পোস্ট করলেন যশ দাশগুপ্ত। সেই পোস্ট যথেষ্টই ইঙ্গিতবহ বলে মনে করছেন নেটিজেনদের একটা বড় অংশ।

বিগত দিন সাতেক ইনস্টাকে যেন বিদায়ই জানিয়েছিলেন যশ। একটিও পোস্ট করতে দেখা যায়নি তাঁকে। অন্যদিকে নুসরতকে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে বেশ কয়েকবার। বৃহস্পতিবার যশ নিজের এক ছবি পোস্ট করেন লেখেন, “নিজেই নিজের গল্পের মালিক।” অর্থাৎ এই সব গসিপে যে তাঁর কিছুই প্রভাব পড়ছে না সে বার্তাই কি দিতে চাইলেন যশ। নিজেই নিজের গল্প লিখছেন, সূচনা করছেন নতুন গল্পের? উঠছে প্রশ্ন।

নুসরতের নিখিলকে স্বামী হিসেবে অস্বীকারের পর যে প্রশ্ন বারেবারে উঠেছে তা হল জন-প্রতিনিধি হিসেবে লোকসভার বায়োপ্রোফাইলে ‘বিবাহিত’ এবং স্বামীর নামের জায়গায় নিখিল জৈনের উল্লেখ করলেন কেন অভিনেত্রী? সংসদ ভবনে ‘আমি নুসরত জাহান রুহি জৈন’ বলে সাংসদ হিসাবে নুসরত জাহানের শপথবাক্য পাঠের যে মুহূর্তের ভিডিয়ো টুইটে শেয়ার করেছেন বিজেপির অমিত মালব্য, তাতে আরও জোরদার হয়েছে এই প্রশ্ন: জন-প্রতিনিধি হিসেবে নুসরত তাঁর ম্যারিটাল স্টেটাস সম্পর্কে যে তথ্য পেশ করেছেন, তা আদৌ নীতিগত বলে বিবেচিত হতে পারে কি না। এ সব নিয়ে মুখ খোলেননি নুসরত। এমনকি তাঁর সন্তানের বাবা কে, তা নিয়েও কাউকে কৈফিয়ৎ দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেননি। যদিও বুধবার কলকাতার রাজপথ যখন ভিজছে তখন যশ-নুসরতের এক ফ্রেমে বন্দি হওয়া ছবি যেন বুঝিয়ে দিয়েছে অনেক কিছুই।


বিগত বেশ কিছু দিন ধরেই তাঁকে নিয়ে বিতর্ক যত জটিল হয়েছে ইনস্টায় একের পর ইঙ্গিতবাহী পোস্ট করে চলেছেন নুসরত। পিছিয়ে নেই যশও। সরাসরি মুখ না খুললেও যেন অনেক কিছু বলে দিচ্ছেন তাঁরা।

আরও পড়ুন- সৃজলা হাফ-মেক্সিকান, জন্মেছে ও দেশেই, তাও ওর বাংলা উচ্চারণে আমি মুগ্ধ: রোহন

নুসরত জাহানকে নিয়ে জল ভেঙে পার্কস্ট্রিট গিয়েছিলেন যশ দাশগুপ্ত। টিভিনাইন বাংলার ক্যামেরায় ধরা পড়েছিল সেই ছবি। নুসরতকে নিয়ে পার্কস্ট্রিট ভ্রমণের ঠিক একদিন পর সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবহ পোস্ট করলেন যশ দাশগুপ্ত। সেই পোস্ট যথেষ্টই ইঙ্গিতবহ বলে মনে করছেন নেটিজেনদের একটা বড় অংশ।

বিগত দিন সাতেক ইনস্টাকে যেন বিদায়ই জানিয়েছিলেন যশ। একটিও পোস্ট করতে দেখা যায়নি তাঁকে। অন্যদিকে নুসরতকে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে বেশ কয়েকবার। বৃহস্পতিবার যশ নিজের এক ছবি পোস্ট করেন লেখেন, “নিজেই নিজের গল্পের মালিক।” অর্থাৎ এই সব গসিপে যে তাঁর কিছুই প্রভাব পড়ছে না সে বার্তাই কি দিতে চাইলেন যশ। নিজেই নিজের গল্প লিখছেন, সূচনা করছেন নতুন গল্পের? উঠছে প্রশ্ন।

নুসরতের নিখিলকে স্বামী হিসেবে অস্বীকারের পর যে প্রশ্ন বারেবারে উঠেছে তা হল জন-প্রতিনিধি হিসেবে লোকসভার বায়োপ্রোফাইলে ‘বিবাহিত’ এবং স্বামীর নামের জায়গায় নিখিল জৈনের উল্লেখ করলেন কেন অভিনেত্রী? সংসদ ভবনে ‘আমি নুসরত জাহান রুহি জৈন’ বলে সাংসদ হিসাবে নুসরত জাহানের শপথবাক্য পাঠের যে মুহূর্তের ভিডিয়ো টুইটে শেয়ার করেছেন বিজেপির অমিত মালব্য, তাতে আরও জোরদার হয়েছে এই প্রশ্ন: জন-প্রতিনিধি হিসেবে নুসরত তাঁর ম্যারিটাল স্টেটাস সম্পর্কে যে তথ্য পেশ করেছেন, তা আদৌ নীতিগত বলে বিবেচিত হতে পারে কি না। এ সব নিয়ে মুখ খোলেননি নুসরত। এমনকি তাঁর সন্তানের বাবা কে, তা নিয়েও কাউকে কৈফিয়ৎ দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেননি। যদিও বুধবার কলকাতার রাজপথ যখন ভিজছে তখন যশ-নুসরতের এক ফ্রেমে বন্দি হওয়া ছবি যেন বুঝিয়ে দিয়েছে অনেক কিছুই।


বিগত বেশ কিছু দিন ধরেই তাঁকে নিয়ে বিতর্ক যত জটিল হয়েছে ইনস্টায় একের পর ইঙ্গিতবাহী পোস্ট করে চলেছেন নুসরত। পিছিয়ে নেই যশও। সরাসরি মুখ না খুললেও যেন অনেক কিছু বলে দিচ্ছেন তাঁরা।

আরও পড়ুন- সৃজলা হাফ-মেক্সিকান, জন্মেছে ও দেশেই, তাও ওর বাংলা উচ্চারণে আমি মুগ্ধ: রোহন

Next Article
কোয়েলের ইনস্টাগ্রামে শেয়ার হবে আপনার ফিটনেস ভিডিয়ো, কী ভাবে?
Nusrat Jahan: মধ্যরাতে নুসরতের পোস্টে ফিরল ‘অতীত’…!