Yash Dasgupta: ‘ঘামের মতো স্ট্রেসও ঝড়িয়ে ফেলুন’ লিখলেন যশ! কেন এত ‘চাপ’-এ আছেন অভিনেতা?

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jul 10, 2021 | 6:19 AM

যশ নাকি আবারও ফিরতে চলেছেন ছোট পর্দায়। বেশ কয়েকটি প্রযোজনা সংস্থার সঙ্গেও নাকি কথা হয়েছে তাঁর।

Yash Dasgupta: ‘ঘামের মতো স্ট্রেসও ঝড়িয়ে ফেলুন লিখলেন যশ! কেন এত চাপ-এ আছেন অভিনেতা?
যশ।

Follow Us

দুই ‘বিশেষ বন্ধু’ এখন টক অফ দ্য টাউন। একদিকে ‘সুন্দরী’ নুসরত জাহান আর অন্য দিকে ‘হ্যান্ডসাম’ যশ। কেউই কারও থেকে কম যাননা। ইঙ্গিতবাহী পোস্ট চলছে দু’জনের ইনস্টা ওয়ালে।

নুসরত তাঁর সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরিতে যশের প্রিয় পোষ্যর সঙ্গে ছবি পোস্ট করেছেন নুসরত। লিখেছেন তিনি সুখী…। যশের বাড়িতেও তাঁর অবাধ যাতায়াত। যশের কাছে যাঁরা প্রিয়, নুসরতের কাছেও যে তাঁরা প্রিয়… সে কথাই যেন বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী।

আবার অন্যদিকে যশ লিখেছিলেন তিনিই নাকি ব্ল্যাক শিপ, ওই পোস্ট নিয়েও শুরু হয়েছিল গুঞ্জন। চুপ থেকেছেন যশ। তারপর এক ছবির ক্যাপশনে লিখলেন—‘ আপনার জীবনযাপনের অধিকার সংরক্ষণ করুন…’।

যশের নতুন পোস্টে চাপ কমানোর মন্ত্র দিয়েছেন অভিনেতা। নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে তা-ই লিখেছেন, —‘ঘামের মতো স্ট্রেসও ঝড়িয়ে ফেলুন।’ কীভাবে তা করবেন তাও ছবিতে বলে দিয়েছেন যশ। ছবিতে দেখা যাচ্ছে যশ বসে রয়েছেন আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে ওয়েটলিফ্টিংয়ের সরঞ্জাম। বুঝতে কোনও অসুবিধে হচ্ছে না এ ছবি জিম সেশনে তোলা। তবে কীসের চাপ এত যশের জীবনে? না সে সব খোলসা করে বলেননি যশ। শোনা যাচ্ছে, যশ নাকি আবারও ফিরতে চলেছেন ছোট পর্দায়। বেশ কয়েকটি প্রযোজনা সংস্থার সঙ্গেও নাকি কথা হয়েছে তাঁর। অন্যদিকে নুসরতের মা হওয়ার তারিখ সেপ্টেম্বরে। সব মিলিয়ে সহজ হয়েও হচ্ছে না পরিস্থিতি।

 

 

নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জৈন জানিয়েছিলেন সন্তানের বাবা তিনি নন। অন্য দিকে, নুসরত দিন কয়েক আগে এক বিবৃতিতে জানিয়েছিলেন নিখিলের সঙ্গে তুরস্কতে যে ‘বিয়ে’ হয়েছিল তাঁর তা ভারতে ‘বৈধ’ নয় কারণ আইনত তাঁদের বিয়ে হয়নি। তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন। স্বভাবতই প্রশ্ন উঠেছে, জন-প্রতিনিধি হিসেবে লোকসভার বায়োপ্রোফাইলে তাহলে ‘বিবাহিত’ এবং স্বামীর নামের জায়গায় নিখিল জৈনের উল্লেখ করলেন কেন? সংসদ ভবনে ‘আমি নুসরত জাহান রুহি জৈন’ বলে সাংসদ হিসাবে নুসরত জাহানের শপথবাক্য পাঠের যে মুহূর্তের ভিডিয়ো টুইটে শেয়ার করেছেন বিজেপির অমিত মালব্য, তাতে আরও জোরদার হয়েছে এই প্রশ্ন: জন-প্রতিনিধি হিসেবে নুসরত তাঁর ম্যারিটাল স্টেটাস সম্পর্কে যে তথ্য পেশ করেছেন, তা আদৌ নীতিগত বলে বিবেচিত হতে পারে কি না।

 

আরও পড়ুন Aamir Khan and Kiran Rao: কীসের ‘বিচ্ছেদ’? ফের একসঙ্গে হেসে-হেসে ছবি তুললেন আমির-কিরণ!

Next Article