বন্ধুদের সঙ্গে ব্যাচেলরেট পার্টিতে কী কী করলেন তৃণা?

স্বরলিপি ভট্টাচার্য |

Dec 16, 2020 | 12:47 PM

সোশ্যাল মিডিয়ায় যাঁরা তৃণাকে ফলো করেন, তাঁরা সকলেই জানেন শুটিংয়ের অবসরে বিভিন্ন ছবি এবং ভিডিও শেয়ার করেন অভিনেত্রী।

বন্ধুদের সঙ্গে ব্যাচেলরেট পার্টিতে কী কী করলেন তৃণা?
তৃণা সাহা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

আগামী ৪ ফেব্রুয়ারি বিয়ে করছেন তৃণা সাহা (Trina saha )এবং নীল ভট্টাচার্য। ছোট পর্দার এই জনপ্রিয় জুটির এখন ব্যস্ততা তুঙ্গে। বিয়ের শপিং চলছে। তবে কাজের চাপও প্রচুর। তার মধ্যেই সময় বের করে প্রি-ওয়েডিং সেলিব্রেশন শুরু করে দিলেন তাঁরা। সদ্য বন্ধুদের সঙ্গে নিয়ে ব্যাচেলরেট পার্টি করলেন তৃণা।

‘খড়কুটো’ ধারাবাহিকে এখন তৃণাকে প্রতিদিন টেলিভিশনের পর্দায় দেখছেন দর্শক। আর সোশ্যাল মিডিয়ায় যাঁরা তৃণাকে ফলো করেন, তাঁরা সকলেই জানেন শুটিংয়ের অবসরে বিভিন্ন ছবি এবং ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। ‘খড়কুটো’র সেটে যাঁদের সঙ্গে তৃণা কাজ করেন, তাঁরা সকলেই শুধুমাত্র সহকর্মী নন। বন্ধুও বটে। তাই ব্যাচেলরেট পার্টিতে দেখা গেল কাজের বন্ধুদেরও।

স্বভূমিতে গোটা রিসর্ট বুক করে বান্ধবীদের সঙ্গে পার্টি করেছেন তৃণা। অতিমারির আবহে সব রকমের সাবধানতা মেনেই পার্টি হয়েছে। পছন্দের কাস্টমাইজড কেক, চকোলেট, লাইভ মিউজিক দিয়ে হবু কনেকে ভরিয়ে রেখেছিলেন বন্ধুরা। আর সেই সব আনন্দের মুহূর্তের ছবি, ভিডিও অনুরাগীদের জন্য সোশ্যাল ওয়ালেই শেয়ার করেছেন তৃণা।

আরও পড়ুন, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তানি মুনি হাজির আড্ডায়

২০১১-এ এমবিএ পড়তে গিয়ে নীল-তৃণার আলাপ। তবে তখন শুধুই বন্ধুত্ব ছিল। ধীরে ধীরে প্রেম পরিণতি পায়। মাঝে এক বছরের জন্য দিল্লি চলে গিয়েছিলেন তৃণা। তখন নাকি তাঁদের তেমন যোগাযোগ ছিল না। কলকাতায় ফিরে ফের যোগাযোগ শুরু হয়। ২০১৬-এ নীলের জন্মদিনের দিন তৃণা জানান মনের কথা। কিছুদিন চুপ করে থাকার পর ২০১৭-এ তৃণার জন্মদিনে নীল প্রোপোজ করেন। বিয়ের দিন ট্র্যাডিশনাল বেনারসিতেই সাজতে চান তৃণা। সঙ্গে থাকবে ট্র্যাডিশনাল সোনার গয়না। নীলের পরনেও থাকবে ট্র্যাডিশনাল পোশাক। রিসেপশনের জন্য ডিজাইনার কিছু বেছে নিতে পারেন তাঁরা।

নীল এখন ‘কৃষ্ণকলি’ নিয়ে ব্যস্ত। তৃণার চলছে ‘খড়কুটো’র শুটিং। বিয়ের পরও একই রকম ভাবে কাজ করবেন এই জুটি। তবে তার মধ্যেও সময় করে পছন্দের হনিমুন ডেস্টিনেশ গ্রিসে যাওয়ার পরিকল্পনা করছেন তাঁরা।

আরও পড়ুন, সোহিনী-রণজয়ের বারাণসী ভ্রমণ, দেখুন ট্রাভেল অ্যালবাম

Next Article