AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কড়া নাড়ছে ‘TV9 বাংলা ঘরের বায়োস্কোপ ২০২৪’, পছন্দের তারকাকে ভোট দিলেন?

Ghorer Bioscope: টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের অভিনেতা, পরিচালকদের উপস্থিতির পাশাপাশি ‘টিভি৯ বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস ২০২৩’-এ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনিই ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

কড়া নাড়ছে ‘TV9 বাংলা ঘরের বায়োস্কোপ ২০২৪’, পছন্দের তারকাকে ভোট দিলেন?
| Updated on: Nov 19, 2024 | 7:39 PM
Share

দেখতে দেখতে একটা বছর অতিক্রান্ত। বাংলা সংবাদমাধ্যম জগতে ইতিহাস তৈরি করেছিল TV9 বাংলা। ১৭ জুন, ২০২৩-এ কলকাতার একটি পাঁচতারা হোটেলে আয়োজিত হয়েছিল ‘টিভি৯ বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস ২০২৩’। কেবলমাত্র বাংলা নিউজ টেলিভিশন নয়, আঞ্চলিক কোনও টিভি নিউজ চ্যানেল প্রথম বার এ রকম অ্যাওয়ার্ডস শোয়ের আয়োজন করেছিল। ধ্রুপদী সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানে মুখরিত হয়ে উঠেছিল TV9 বাংলার অনুষ্ঠান মঞ্চ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনোদন জগতের উজ্জ্বল নক্ষত্ররা। তাঁদের উপস্থিতিতে অন্য মাত্রা পেয়েছিল এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের অভিনেতা, পরিচালকদের উপস্থিতির পাশাপাশি ‘টিভি৯ বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস ২০২৩’-এ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনিই ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এবার আরও একবার বসতে চলেছে সেই গ্র্যান্ড সেলিব্রেশন আসর। আরও একবার মঞ্চ কাঁপাবেন বাঘা-বাঘা তারকারা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নমিনেশন পর্ব। চলছে অনলাইনে ভোটিং। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেছে নিতে পারেন আপনার পছন্দের তারকাদের। এরপর জুরিদের উপস্থিতিতে হবে সর্বশেষ নির্বাচন। বাংলা টেলিভিশন জগতে এ রকম অনুষ্ঠানের আয়োজন এই প্রথমবার হয় TV9 বাংলার উদ্যোগেই।

তারকাদের বিপুল সমাহার, পাশাপাশি অনুরাগীদের উত্তেজনা ছিল তুঙ্গে। আরও একবার দেখতে দেখতে হাজির সেই রঙিন মুহূর্ত। আসছে ‘TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস ২০২৪’। ধারাবাহিক, ওটিটি জগতের পাশাপাশি এবার ওটিটি-তে মুক্তি প্রাপ্ত ছবিও থাকছে মনোনয়নের তালিকায়।  ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে চলেছে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুরু কাউন্ট-ডাউন।

  • বাংলা ওয়েব সিরিজে আপনার পছন্দের সেরা পুরুষ পার্শ্বচরিত্র কোনটি? ভোট দিতে ক্লিক করুন- https://shorturl.at/mXrv1