২০২৫-এ TV9 বাংলায় নক্ষত্র সম্মানে সম্মানীত হলেন কারা, চোখ রাখুন টিভির পর্দায়
প্রথম বছরে সাড়া জাগানো সাফল্যের পর এবার দ্বিতীয় বর্ষ। সাহিত্যচর্চা থেকে শুরু করে সিনেমা জগৎ, কিংবা শিল্প-সংস্কৃতিতে বাংলা তথা বাঙালির অবদান অনস্বীকার্য। এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানকে আরও ঝলমলে করে তুলেছে বিভিন্ন শিল্পীর পারফরম্যান্স।

তাঁরা নিজৃনিজ ভূমিকায় সারা দেশের কাছে উজ্জ্বল নক্ষত্র। বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অবদান প্রশংসিত। সেই বিশিষ্ট ব্যক্তিত্বদের তালিকায় এবার নাম লেখালেন কারা? সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল TV9 বাংলার নক্ষত্র সম্মান। ৩০ মার্চ, রবিবার ঠিক বিকেল ৫টায় Tv9 বাংলার পর্দায় সেই অনুষ্ঠানের সম্প্রচার। তাঁদের অবদানকে সম্মান জানাতেই TV9 বাংলার উদ্যোগ ‘নক্ষত্র সম্মান’। এবার দ্বিতীয় বর্ষে পা দিল। সম্প্রতি কলকাতার এক হোটেলে নক্ষত্র সম্মান অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানে থাকেন TV9 নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস। তাঁর উপস্থিতি অনুষ্ঠানকে আরও আলোকিত করে তুলে। সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত, অরিন্দম শীল, মমতা শঙ্কর, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মনামী ঘোষ, তনুশ্রী চক্রবর্তী, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক প্রমুখেরা। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন টোটা রায়চৌধুরী ও সৌরসেনী মৈত্র।
টিভি৯ নেটওয়ার্কের ‘নব নক্ষত্র সম্মান’ দেশের অন্যতম আকর্ষণীয় এক সম্মাননা অনুষ্ঠান। দক্ষিণ ভারতের মানুষ অপেক্ষায় থাকেন ওই সম্মাননা অনুষ্ঠানের জন্য। সেই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের সম্মান জানানো হয়। বাংলায় বিশিষ্টজনদের সম্মান জানাতে ২০২৩ সালের অক্টোবরে প্রথমবার ‘নক্ষত্র সম্মান’-র আয়োজন করে টিভি৯ বাংলা। প্রথম বছরই সেই অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা সেই অনুষ্ঠানে ‘আলো’ ছড়িয়েছিলেন। সম্মান জানানো হয়েছিল বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের।
প্রথম বছরে সাড়া জাগানো সাফল্যের পর এবার দ্বিতীয় বর্ষ। সাহিত্যচর্চা থেকে শুরু করে সিনেমা জগৎ, কিংবা শিল্প-সংস্কৃতিতে বাংলা তথা বাঙালির অবদান অনস্বীকার্য। এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানকে আরও ঝলমলে করে তুলেছে বিভিন্ন শিল্পীর পারফরম্যান্স।





