বিয়ের দিন ট্র্যাডিশনাল লাল বেনারসী পরব: ত্বরিতা

স্বরলিপি ভট্টাচার্য |

Dec 14, 2020 | 6:22 PM

নতুন জার্নি শুরু হতে চলেছে। তার জন্য সব রকম প্রস্তুতি চলছে জোরকদমে।

বিয়ের দিন ট্র্যাডিশনাল লাল বেনারসী পরব: ত্বরিতা
হবু দম্পতি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

Follow Us

টলিউডে ফের সানাই বাজতে চলেছে আগামী ১৫ জানুয়ারি। ২০২১-এর শুরুতেই সাতপাকে বাঁধা পরতে চলেছেন ত্বরিতা চট্টোপাধ্যায় (Twarita Chatterjee) এবং জুপিটার বন্দ্যোপাধ্যায়। এই অভিনেতা জুটির প্রেমের খবরও প্রায় সকলেই জানেন। এবার চার হাত এক হওয়ার অপেক্ষা।

ত্বরিতা এবং জুপিটার দুজনেই টেলিভিশনের জনপ্রিয় মুখ। জুপিটারের পারিবারিক পরিচয় হল, তিনি তরুণকুমারের নাতি। অর্থাৎ গৌরবের ভাই। সদ্য বিয়ে করেছেন গৌরব-দেবলীনা। এবার জুপিটার-ত্বরিতার পালা।

আরও পড়ুন, সোহিনী-রণজয়ের বারাণসী ভ্রমণ, দেখুন ট্রাভেল অ্যালবাম

অতিমারির পরিস্থিতি সব অনুষ্ঠানই হবে ছোট করে। ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে বসবে বিয়ের আসর। হবু কনে অর্থাৎ ত্বরিতা শেয়ার করলেন, “১৩ তারিখ সঙ্গীত হবে। ১৪ জানুয়ারি আইবুড়োভাত, ওইদিনই মেহেন্দি পরব। তারপরের দিন বিয়ে। আর ১৭ জানুয়ারি রিসেপশন।”

ইতিমধ্যেই বিয়ের অধিকাংশ শপিং করে ফেলেছেন ত্বরিতা। তবে জুপিটার অর্থাৎ সৌরভের বেশ কিছু শপিং বাকি। ডিজাইনার অভিষেক রায় বর-কনেকে সাজানোর দায়িত্ব নিয়েছেন। ত্বরিতা জানালেন, বিয়ের দিন ট্র্যাডিশনাল লাল বেনারসীতে সাজতে চান। সঙ্গে সোনার গয়না। জুপিটারের পোশাকেও থাকবে লালের ছোঁয়া। বাঙালি মেনু এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে জমবে বিয়ের আসর।

আরও পড়ুন, বহুদিন পরে ‘ও সনম’ গাইলেন লাকি, ভাইরাল হল ভিডিও

একে অপরকে তিন বছরের কিছু বেশি সময় ধরে চেনেন। আর প্রেমের সম্পর্ক দু’বছরের বলে জানালেন ত্বরিতা। বিয়ের পরেও একই ভাবে কাজ করবেন তিনি। নতুন জার্নি শুরু হতে চলেছে। তার জন্য সব রকম প্রস্তুতি চলছে জোরকদমে।

Next Article