AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাণী ভবানীকে নিয়ে দুই চ্যানেলের লড়াই?

এবার 'স্টার জলসা'তে দেখা যাচ্ছে 'রাজরাজেশ্বরী রাণী ভবানী' আসছে, এমন বার্তা দেওয়া হয়েছে। আবার অন্যদিকে 'জি বাংলা' রাণী ভবানীর গল্প নিয়ে আসবে এমন ঘোষণা হয়ে গিয়েছে। তারপর থেকে টলিপাড়ায় চর্চা, কোন প্রযোজনা সংস্থা কোন চ্যানেলের হয়ে এই ধারাবাহিক তৈরি করবেন, তা নিয়ে।

রাণী ভবানীকে নিয়ে দুই চ্যানেলের লড়াই?
| Edited By: | Updated on: May 07, 2025 | 9:49 AM
Share

ইতিহাসের পাতা থেকে উঠে আসা গল্প ছোটপর্দায় এলে, তা দেখতে পছন্দ করেন দর্শকরা। যেমন রাণী রাসমণির গল্প এনেছিল ‘জি বাংলা’ চ্যানেল। আবার কাদম্বিনী দেবীর গল্প নিয়ে ‘স্টার জলসা’ আর ‘জি বাংলা’ চ্যানেলের মধ্যে বেজায় লড়াই হয়েছিল। একটি চ্যানেলে কাদম্বিনী রূপে দেখা গিয়েছিল ঊষসী রায়কে। আবার অন্য একটা চ্যানেলে কাদম্বিনীর চরিত্র করেছিলেন শোলাঙ্কি রায়। এবার ‘স্টার জলসা’তে দেখা যাচ্ছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ আসছে, এমন বার্তা দেওয়া হয়েছে। আবার অন্যদিকে ‘জি বাংলা’ রাণী ভবানীর গল্প নিয়ে আসবে এমন ঘোষণা হয়ে গিয়েছে। তারপর থেকে টলিপাড়ায় চর্চা, কোন প্রযোজনা সংস্থা কোন চ্যানেলের হয়ে এই ধারাবাহিক তৈরি করবেন, তা নিয়ে। একটা চ্যানেল থেকে এই ধারাবাহিকে কাজ করার জন্য প্রস্তাব গিয়েছে শোলাঙ্কি রায়ের কাছে। তিনি মনস্থির করতে সময় নিচ্ছেন। এরই মধ্যে রাজনন্দিনী পালের নাম উঠে এসেছে। আবার অন্য চ্যানেল থেকে কিছু নামী মুখের কাছে প্রস্তাব যাবে এই ধারাবাহিক করার জন্য, তেমন খবর পাওয়া গেল। তবে দর্শকদের একাংশ এতে বিরক্ত। একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ”অতীতে এমন লড়াই আমরা দেখেছি। দু’টো চ্যানেল নিজেদের মধ্যে এরকম প্রতিযোগিতা করলে কোনও লাভ হয় না। এতে অভিনেতা-অভিনেত্রীদের উপর চাপ পড়ে। দর্শকরা একই গল্প দু’টো চ্যানেলে দেখতে পছন্দ করেন না। তারচেয়ে আলাদা গল্প বেছে নিলে ভালো হয়।” লক্ষণীয় ছোটপর্দায় বেশ কিছু কস্টিউম ড্রামা হিট হলেও, এই মুহূর্তে বাংলার নামী দুই বিনোদন চ্যানেলে সেরকম কিছু দেখা যাচ্ছে না। তাই রাণী ভবানী চরিত্রটিকে দেখার জন্য যে আগ্রহ থাকবে দর্শকদের মধ্যে, সেটা নিশ্চিত।