অতনুদা গাইড না করলে ‘রবিবার’-এর কঠিন চরিত্র করতে পারতাম না: জয়া
আন্তর্জাতিক মাদ্রিদ চলচ্চিত্র উৎসব ২০২০-তে সেরা অভিনেতার সম্মান পেলেন জয়া আহসান। একই সঙ্গে সেরা মূল চিত্রনাট্যের শিরোপা পেয়েছে এই ছবি।
‘রবিবার’-এর মুকুটে নতুন পালক। অতনু ঘোষ পরিচালিত এই ছবি আন্তর্জাতিক মাদ্রিদ চলচ্চিত্র উৎসব ২০২০-তে সম্মানিত হল। সেরা অভিনেতার সম্মান পেলেন জয়া আহসান (Jaya Ahsan)। একই সঙ্গে সেরা মূল চিত্রনাট্যের শিরোপা পেয়েছে এই ছবি।
স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত টিম ‘রবিবার’। পরিস্থিতির কারণে পুরষ্কার হাতে পেতে কয়েকদিন সময় লাগবে। কিন্তু শুভেচ্ছা বার্তায় ভেসে গিয়েছে সোশ্যাল মিডিয়া। জয়াকে আলাদা ভাবে অভিনন্দন জানিয়েছেন অনুরাগীরা।
আরও পড়ুন, বউ বলেছে, এতদিন তো আমি জানতামই, এবার গোটা পৃথিবী জানে ‘মকবুল’ কত অনুগত: সাজি চৌধুরি
View this post on Instagram
অভাবনীয় এই প্রাপ্তির পর বাংলাদেশ থেকে জয়া বললেন, “খুবই ভাল লাগছে। কিন্তু এই কৃতিত্ব আমার একার নয়। পুরো টিমের কৃতিত্ব। অতনু ঘোষ এমন একটি চরিত্র যদি না লিখতেন, বা আমাকে গাইড না করতেন, আমার ভিতরটা নিংড়ে উনি বের করে আনতে পারতেন না। আমি চরিত্রটা হয়ে উঠতে পারতাম না। আর এই গল্পটি প্লট শূন্য। একটি দিনের ভিতর দিয়ে জীবনকে দেখানো। খুবই আন্তর্জাতিক মনস্তাত্ত্বিক ট্রিপ আসলে এটি। অনেক যাঁরা আসলে এন্টারটেনিং কাজ পছন্দ করেন, তাঁরা হয়তো কমিউনিকেট করতে পারেননি। কিন্তু এটা একটা অন্যরকম জায়গা, আন্তর্জাতিক মানের একটি জায়গা অ্যাচিভ করেছে, সেটা এই পুরস্কারগুলোর মাধ্যমে বুঝতে পারছি।”
View this post on Instagram
‘রবিবার’-এ প্রথম স্ক্রিন শেয়ার করেছেন জয়া এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁদেরকে নিয়ে এভাবে ভাবার কৃতিত্ব সম্পূর্ণ পরিচালককে দিতে চান অভিনেত্রী। তিনি আরও বলেন, “অতনুদা অসাধারণ একটি গল্প লিখেছিলেন। আমাকে আর বুম্বাদাকে কঠিন চরিত্র দিয়েছিলেন। বুম্বাদাকেও অনেক ধন্যবাদ, ওঁর মতো মানুষকে না পেলে হয়তো আমি পাশাপাশি অভিনয় করে যেতে পারতাম না। এমন মনস্তাত্ত্বিক কঠিন একটি চরিত্রে আমাকে অতনুদা ভেবেছেন, সেটা সবথেকে বড় ব্যাপার। এটা আমার আরও ভাল কাজ করার পথে এতটা চ্যালেঞ্জ।”
আরও পড়ুন, মেয়ের বয়স তিন মাস, সেলিব্রেট করলেন অঙ্কিতা