মিলছে না খোরপোশ! বিতর্কে আবার উদিত, প্রাক্তন স্ত্রীর অভিযোগে আদালতে গায়ক
Controversy: গায়কের প্রাক্তন স্ত্রী অভিযোগ করেছেন গায়ক তাঁকে তাঁর অধিকার থেকে বঞ্চিত করেছেন, সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। যার জেরে ২১ ফেব্রুয়ারি আদালতে হাজিরাও দিতে হয় গায়ককে। যদিও এখন এই কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি।

গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন গায়ক উদিত নারায়ণ। জটিলতা যেন কিছুতেই কাটছে না। চুমু বিতর্কের পর এবার পারিবারিক বিবাদ। গায়কের প্রথম স্ত্রী এবার খোরপোশ নিয়ে আইনের দরজায়। ১৯৮৪ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন উদিত ও রঞ্জনা ঝা। যদিও একটা সময় পর তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় উদিত নারায়ণ স্ত্রীর পাশে থাকার চেষ্টা করেছিলেন বলেও খবর। যদিও বর্তমানে জল বহুদূর গড়িয়েছে। গায়কের প্রাক্তন স্ত্রী অভিযোগ করেছেন গায়ক তাঁকে তাঁর অধিকার থেকে বঞ্চিত করেছেন, সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। যার জেরে ২১ ফেব্রুয়ারি আদালতে হাজিরাও দিতে হয় গায়ককে। যদিও এখন এই কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি।
রঞ্জনার দাবি, এখন তাঁর বয়স হয়েছে। তিনি এখন তাঁর স্বামীকে পেতে চান। সুরক্ষা-স্বাস্থ্য সব বিষয়টা মাথায় রেখেই এমনটা চান তিনি। মুম্বই গেলে নাকি তাঁর পিছনে দুষ্কৃতি ধাওয়া করে বলেও তিনি জানিয়েছেন। দিনের শেষে তিনি সুরক্ষা পেতে চান। যদিও শোনা যায় উদিত নারায়ণ তাঁরে প্রাথমিকভাবে খোরপোশ বাবদ ১৫ হাজার টাকা করে দিতেন। সম্প্রতিতে যা ২৫ হাজার টাকা দাঁড়িয়েছে। প্রাক্তন স্ত্রীকে কিনে দিয়েছিলেন একটি চাষের জমিও। সঙ্গে ১ কোটি টাকার একটি বাড়িও দিয়েছিলেন। এখানেই শেষ নয়, পাশাপাশি ১ কোটির গয়নাও ছিল নাকি তাঁর কাছে। বর্তমানে প্রাক্তন স্ত্রীর দাবি তিনি মেনে নেবেন কি না, সে বিষয় যদিও এখনও কোনও মন্তব্য করেননি তিনি।
