‘অমিতাভ বচ্চন আমাকে সরি বলতে চেয়েছিলেন’, কী ঘটেছিল সাগ্নিকের সঙ্গে?
'তিন' ছবিতে অমিতাভের সঙ্গে অভিনয় করেছিলেন সাগ্নিক। কলকাতায় শুটিংয়ের সময়,শুটিংয়ের ফাঁকে সুযোগ পেয়ে অমিতাভের সঙ্গে কথাবার্তা এগিয়ে ছিলেন সাগ্নিক। আর সেখানেই ঘটে সেই ঘটনা, যা কিনা সাগ্নিককে অপ্রস্তুত করে তুলেছিল।

অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাতের পর ব্য়াপারটা যে এমন ঘটবে, তা আন্দাজও করতে পারেননি টলিউডের জনপ্রিয় অভিনেতা সাগ্নিক চট্টোপাধ্যায়। একদিনে তিনি বলিউডের শহেনশাহ, অন্যদিকে সাগ্নিক তাঁর অন্ধভক্ত। কিন্তু ফ্যানবয় মোমেন্টের সময় অমিতাভের মুখে সরি!
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। ‘তিন’ ছবিতে অমিতাভের সঙ্গে অভিনয় করেছিলেন সাগ্নিক। কলকাতায় শুটিংয়ের সময়,শুটিংয়ের ফাঁকে সুযোগ পেয়ে অমিতাভের সঙ্গে কথাবার্তা এগিয়ে ছিলেন সাগ্নিক। আর সেখানেই ঘটে সেই ঘটনা, যা কিনা সাগ্নিককে অপ্রস্তুত করে তুলেছিল। এমনকী, সেই পরিস্থিতি থেকে বাঁচতে মোবাইল হাতে ফোন আসার ভান করে শুটিং ফ্লোর থেকে বেরিয়ে এসেছিলেন সাগ্নিক।
তা কী ঘটেছিল সাগ্নিক ও অমিতাভের সঙ্গে?
নব্বই সালে মুক্তি পায় অমিতাভ বচ্চন অভিনীত বলিউডের মাইলস্টোন ছবি অগ্নিপথ। আর এই ছবি দেখতে গিয়েই ভোর ৪ টে নাগাদ কলকাতার বসুশ্রী সিনেমা হলের বাইরে লম্বা লাইনে দাঁড়িয়ে ছিলেন অভিনেতা সাগ্নিক। অমিতাভের অন্ধভক্ত বলে কথা। প্রথম শোতেই দেখতে হবে সেই ছবি। কিন্তু ভোরবেলা ঘুম থেকে ওঠার ফলে লাইনে দাঁড়িয়েই ঘুমিয়ে পড়ছিলেন সাগ্নিক। আর তখনই পুলিশের লাঠি গায়ে গিয়ে পড়ল টলিউড অভিনেতার। সেদিন রাগ সামলাতে না পেরে বন্ধু-বান্ধবকে নিয়ে পুলিশকেই মারধর করেছিলেন সাগ্নিক। আর এই ঘটনার কথা অমিতাভকে জানাতে, বিগ বি বলেছিলেন তা হতবাক করার মতো।
সম্প্রতি এক পডকাস্টের সাক্ষাৎকারে এসে পুরো ঘটনাটি জানালেন সাগ্নিক। সাগ্নিক বলেন, ”আমার মুখে ওই ঘটনার কথা শুনে খুবই অবাক হয়েছিলেন অমিতাভ। আমাকে বলেছিলেন, সিনেমার টিকিটের জন্য তুমি পুলিশের হাতে মার খেয়েছো! আমার কি তোমাকে সরি বলা উচিত।” অমিতাভের মুখে এমন কথা শুনে খুবই অস্বস্তিকে পড়েছিলেন সাগ্নিক। আর তাই পরিস্থিতি এড়াতে সেখান থেকে একেবারেই চম্পট। সাগ্নিকের কথায়, বিগ বি স্টারডমের আড়ালে যে একটা মাটির মানুষ লুকিয়ে রয়েছেন, তাঁর ঝলক সেদিন পেয়েছিলেন।
তথ্যসূত্র- Magazmari
