জন আব্রাহমের প্রেমে পড়েছিলেন ক্যাটরিনা, বিপাশার কাছে খবর যেতে সর্বনাশ! তারপর…
যত পুরনো হয়, ততই রসাল হয়ে ওঠে। তার উপর যদি সেই গসিপ হয়, বলিউডের দুই হট নায়িকা বিপাশা বসু ও ক্যাটরিনা কাইফকে নিয়ে তাহলে তো কথাই নেই। এর উপর আবার ট্রিপল ধামাকা, এই দুই সুন্দরী নারীর মাঝে হ্যান্ডসাম হাঙ্ক জব আব্রাহম! গসিপ যে জমে ক্ষীর হবে তাতে আর দোষের কী?

পুরনো চাল যেমন ভাতে বাড়ে। তেমনই অবস্থা বলিউডের নানা গসিপের। যত পুরনো হয়, ততই রসাল হয়ে ওঠে। তার উপর যদি সেই গসিপ হয়, বলিউডের দুই হট নায়িকা বিপাশা বসু ও ক্যাটরিনা কাইফকে নিয়ে তাহলে তো কথাই নেই। এর উপর আবার ট্রিপল ধামাকা, এই দুই সুন্দরী নারীর মাঝে হ্যান্ডসাম হাঙ্ক জব আব্রাহম! গসিপ যে জমে ক্ষীর হবে তাতে আর দোষের কী?
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সালটা ২০০৮। ততদিনে বিপাশা ও জন আব্রাহমের প্রেমের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ঠিক তখনই বলিউডে রটে যায়, বিপাশাকে ছেড়ে নাকি জন আব্রাহম ক্যাটরিনার প্রেমে মত্ত। অন্যদিকে, নাকি সলমনের থেকে সরে এসে ক্যাটরিনার নতুন প্রাণভ্রমর পেশিবহুল জনই। ‘নিউ ইয়র্ক’ ছবির শুটিংয়ের সময়ই নাকি জন ও ক্যাটরিনার মধ্যে মন দেওয়া-নেওয়া।
ক্য়াট ও জনের প্রেম গুঞ্জন যখন চরমে। ঠিক সেই সময়ই কফি উইথ করণে হাজির হলেন বিপাশা বসু। করণের সঙ্গে কথা কথায় জন ও ক্যাটরিনার প্রেমের প্রসঙ্গ উঠতেই বিপাশা বলে উঠলেন, ”ক্যাটরিনা আমার থেকে জুনিয়ার। জুনিয়ারদের শুধুই শুভেচ্ছা দিতে চাই। আমার আর তেমন কিছু বলার নেই। ক্যাটরিনা যেটা করছে, হয়তো ভালই করছে। আমি যা করেছি বা করছি সেটা আমার জন্য ভাল।” সেদিন জনের প্রসঙ্গ এভাবেই এড়িয়ে গিয়েছিলেন বিপাশা। তবে ক্যাটরিনাকে যে খুব একটা পছন্দ করছেন না, বিপাশা তা বুঝিয়ে দিয়েছিলেন স্পষ্ট।
