থানায় ছুটতে হলো অঙ্কুশ-ঐন্দ্রিলাকে! কী ঘটেছে জানেন?
এবার পুলিশের দ্বারস্থ হতে হলো নায়ক অঙ্কুশ হাজরা আর নায়িকা ঐন্দ্রিলা সেনকে। জুটির অভিনীত ছবি 'নারী চরিত্র বেজায় জটিল' মুক্তি পেয়েছে। সেই ছবির একটা বড় কাটআউট লাগানো হয়েছিল নবীনা সিনেমা হলের সামনে। কিন্তু সেই কাটআউট লাগানোর পরদিনই ছিঁড়ে দেওয়া হয়েছে। তার ছবি আর ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

এবার পুলিশের দ্বারস্থ হতে হলো নায়ক অঙ্কুশ হাজরা আর নায়িকা ঐন্দ্রিলা সেনকে। জুটির অভিনীত ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’ মুক্তি পেয়েছে। সেই ছবির একটা বড় কাটআউট লাগানো হয়েছিল নবীনা সিনেমা হলের সামনে। কিন্তু সেই কাটআউট লাগানোর পরদিনই ছিঁড়ে দেওয়া হয়েছে। তার ছবি আর ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
সেই কারণেই থানায় অভিযোগ জানালেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা। অঙ্কুশ বললেন, ”আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। বাঁশ এনে মাস্ক পরে কিছু মানুষ এটা করেছেন। সিনেমা হলে এই ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। পুলিশকে সেটা দেওয়া হয়েছে। কে বা কারা এমন করেছেন জানি না।”
ঐন্দ্রিলা বললেন, ”পুলিশ খুঁজে বের করবে, কারা এমন কাণ্ড ঘটিয়েছে। মানসিকভাবে অসুস্থ কিছু লোকেরাই এমন করতে পারে। তাই তাদের খুঁজে বের করা দরকার।” এর আগে নবীনা সিনেমা হলের সামনে গিয়ে কিছু মানুষ সমস্যা তৈরি করেছিলেন, সেখানে ‘প্রজাপতি টু’ দেখানো হচ্ছে না বলে। তারপর টলিউডের স্ক্রিনিং কমিটির তরফে লালবাজারে যাওয়া হয়। সেখানে নবীনা সিনেমা হলের সামনে ঘটা এমন ঘটনা নিয়েও অভিযোগ জানানো হয়। কিন্তু সেসব প্রকাশ্যে আসার পরেও, কেন কেউ ভয় পাচ্ছেন না এসব কাণ্ড ঘটাতে, তা নিয়ে প্রশ্ন ঘুরছে টলিপাড়ায়।
‘নারী চরিত্র বেজায় জটিল’ একটা রোম্যান্টিক কমেডি। এখানে ঝন্টু আর আঁখির চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা। ছবিতে দুই চরিত্রের কীভাবে প্রেম হবে, সেই গল্প রয়েছে। ৯ জানুয়ারি মুক্তি পেয়েছে এই ছবি।
