AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কান-এ যাওয়া হল না, ভিসা না পেয়ে ভেঙে পড়লেন উরফি

কান ফেস্টিভালে যাওয়ার সুযোগ পেয়েও ভিসা বাতিল হয়েছে তাঁর। পোস্টে উরফি আরও জানান, তিনি এবছর ২০২৫ সালের কান ফিল্ম ফেস্টিভালে অংশ হতে চলেছিলেন।

কান-এ যাওয়া হল না, ভিসা না পেয়ে ভেঙে পড়লেন উরফি
| Edited By: | Updated on: May 14, 2025 | 6:43 PM
Share

সবসময় তিনি চর্চায়। ব্যতিক্রমী পোশাক আর সাহসী স্টাইলের জন্য আলোচনায় কেন্দ্রেই থাকেন উরফি জাভেদ। তবে গত কিছুদিন ধরে তাঁকে আর সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল না। কোনও নতুন ছবি বা ভিডিয়ো পোস্ট করেননি। অবশেষে নিজেই জানালেন কারণ— বড় স্বপ্নভঙ্গ নায়িকার। সবটা জানালেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে উরফি লেখেন, “আমি গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম, কারণ খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমার ব্যবসা চলছে না, অনেক চেষ্টা করেও সব জায়গা থেকে শুধু ‘না’ শুনতে হয়েছে।”

কান ফেস্টিভালে যাওয়ার সুযোগ পেয়েও ভিসা বাতিল হয়েছে তাঁর। পোস্টে উরফি আরও জানান, তিনি এবছর ২০২৫ সালের কান ফিল্ম ফেস্টিভালে অংশ হতে চলেছিলেন। ইন্ডি ওয়াইল্ড নামে একটি সংস্থার তরফ থেকে আমন্ত্রণও পেয়েছিলেন। তিনি বেশ কিছু ‘ক্রেজি আউটফিট’ তৈরি করছিলেন ফেস্টিভালের জন্য। কিন্তু শেষ মুহূর্তে তাঁর ভিসা বাতিল হয়ে যায়। ফলে কান যাওয়ার সুযোগ হাতছাড়া হয় এবং তাঁর পুরো টিম হতাশ হয়ে পড়ে।

সবটা সামনে এনে উরফি লেখেন, “আমি জানি, অনেকেই হয়তো এখন জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো অনেক ‘না’ শুনছেন। কিন্তু এটাই শেষ না। প্রত্যেকটা রিজেকশনের পর আসে একটা নতুন সুযোগ। আমি থামব না, আপনাদেরও থামা উচিত না।”