খুব অসুস্থ চিত্রা সেন, হাসপাতালে ভর্তি, কেমন আছেন অভিনেত্রী?
Chitra Sen: এই গরমে হঠাৎই শরীরে সোডিয়াম পটাশিয়াম কমল বর্ষীয়ান অভিনেত্রী চিত্রা সেনের। তাঁকে ভর্তি করাতে হয়েছে হাসপাতালে। এখন কেমন আছেন চিত্রা? জানা গিয়েছে, বেশ কিছু বয়সজনিত সমস্যায় জর্জরিত আছেন চিত্রা। অনেকদিন অভিনয় থেকেও দূরেই আছেন তিনি।
খুব অসুস্থ অভিনেত্রী চিত্রা সেন। তাঁর আরও এক পরিচয় তিনি অভিনেতা কৌশিক সেনের মা এবং ঋদ্ধি সেনের ঠাকুমা। বৃহস্পতিবার (০২.০৫.২০২৪) চিত্রা সেনকে ভর্তি করা হয়েছে কলকাতার এক বেসরকারী হাসপাতালে। ভর্তি করিয়েছেন ঋদ্ধি এবং চিত্রার পুত্রবধূ অভিনেত্রী রেশমি সেন। কৌশিক নাকি সেই সময় কাজে খুবই ব্যস্ত ছিলেন। কাজ শেষ হতেই ছুট্টে গিয়েছেন হাসপাতালে।
সংবাদমাধ্যমকে কৌশিক জানিয়েছেন, শরীরে সোডিয়াম, পটাশিয়ামের মাত্রা এক্কেবারে কমে গিয়েছিল চিত্রা সেনের। খুব গরম পড়েছে বলে এই ঘটতি দেখা দিয়েছে বর্ষীয়ান অভিনেত্রীর শরীরে। তবে আশঙ্কার কিছু নেই। অসুস্থ হলেও চিত্রা সেনের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল।
এটাও জানা গিয়েছে, চিত্রার শরীরে ইসিজি এবং ইকো করা হয়েছে। রিপোর্ট এসেছে। সেই রিপোর্টে ভয়ের কিছু মেলেনি। তবে বয়সজনিত নানা সমস্যায় জর্জরিত চিত্রা সেন। ৮৫ পেরিয়েছে তাঁর বয়স। বাতের ব্যথায় কাবু থাকেন অধিকাংশ সময়ই। কোমরে যন্ত্রণা হয় তাঁর। স্নায়ুও বেশ দুর্বল চিত্রার।
থিয়েটারের মঞ্চে একটা সময় দাপিয়ে অভিনয় করেছেন চিত্রা সেন। বয়সের কারণে এখন মঞ্চে পারফর্ম করতে পারেন না তিনি। তবে হ্যাঁ, সিরিয়ালে অভিনয় করেন। ‘শ্রীময়ী’র মতো ধারাবাহিকে দজ্জাল শাশুড়ির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।