Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিগবস শেষ হতেই ডিভোর্স হচ্ছে ভিকি জৈন ও অঙ্কিতা লোখন্ডের?

Vicky Jain-Ankita Lokhande: বিগবস শেষ হয়েছে সদ্য। অঙ্কিতা কী করবেন এখন? যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই কি হতে চলেছে? সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন ভিকি।

বিগবস শেষ হতেই ডিভোর্স হচ্ছে ভিকি জৈন ও অঙ্কিতা লোখন্ডের?
ডিভোর্স হচ্ছে ভিকি জৈন ও অঙ্কিতা লোখন্ডের?
Follow Us:
| Updated on: Feb 04, 2024 | 8:41 PM

বিগবসের বাড়িতে ভিকি জৈন ও অঙ্কিতা লোখন্ডের তুমুল ঝামেলার কথা জানেন না হেন লোক নেই। গায়ে হাত তোলার অভিযোগ থেকে শুরু করে চটি ছুড়ে মারা– বিগবসের লেটেস্ট সিজন জুড়েই তাঁদেরকে নিয়েই হয়েছে আলোচনা। শো’ র মধ্যেই ভিকির প্রতি বিরক্ত হয়ে একাধিকবার অঙ্কিতাকে বলতে শোনা গিয়েছে, ‘তোমায় আমি ডিভোর্স দেব।’ এমনি অঙ্কিতাকে নিয়ে ভিকির মায়ের নানা ধরনের বিতর্কিত মন্তব্যও সামাজিক মাধ্যমে ঝড় তুলেছিল। অনেকেই অঙ্কিতা শাশুড়িকে টক্সিক তকমা দিতেও ছাড়েননি।

বিগবস শেষ হয়েছে সদ্য। অঙ্কিতা কী করবেন এখন? যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই কি হতে চলেছে? সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন ভিকি। তিনি বলেন, “একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন সেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকে। দু’জনে মিলে মজা করা যায়। অঙ্কিতা ও আমার সম্পর্ক এতটাই মজবুত যে আমরা জানি যাই হয়ে যাক না কেন, আমরা একসঙ্গেই থাকব।আমাদের সম্পর্কের শুরুতে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে আমাদের। সেখান থেকে বেরিয়ে এসে সমস্যার সমাধানও করেছি। এটাই আমাদের মূল লক্ষ্য।”

এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, “আমাদের দু’ জনের পৃথিবী আরও আলাদা। আমার ও অঙ্কিতার মধ্যে সব ঠিক আছে। আমরা দু’জনে দু’জনকে এতটাই বিশ্বাস করি যে সেই কারণেই আমাদের মধ্যে ঝামেলা হয়, আমরা দু’জন দু’জনের সঙ্গে খোলামেলা ভাবে কথা বলতে পারি।” না, বিগবসে বিজয়ী হননি অঙ্কিতা। তিনি খেলা শেষ করেন চতুর্থ স্থানে। ভিকি আগেই বাদ পড়েছিলেন। এই সিজনে বিগবসে বিজয়ী হন মুনাওয়ার ফারুকি।