AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ChatGPT ব্যবহার করে ‘মিস্টার ইন্ডিয়া ২’ ছবির চিত্রনাট্য লিখলেন রাঁধুনি! গোপন কথা ফাঁস শেখর কাপুরের

বৃহস্পতিবার থেকে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে মোদীর উদ্যোগে সূচনা হল এই সামিটের। এই সম্মেলনেই পরিচালক শেখর কাপুরের সঙ্গে বিশেষ আলাপচারিতায় TV9 নেটওয়ার্কে এমডি ও সিইও বরুণ দাস।

ChatGPT ব্যবহার করে 'মিস্টার ইন্ডিয়া ২' ছবির চিত্রনাট্য লিখলেন রাঁধুনি! গোপন কথা ফাঁস শেখর কাপুরের
| Updated on: May 01, 2025 | 8:43 PM
Share

বরাবরই ভারতীয় সংস্কৃতিকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে আরও বেশি জনপ্রিয় করার জন্য এগিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্যোগেরই বহিঃপ্রকাশ ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেনমেন্ট সামিট। বৃহস্পতিবার থেকে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে মোদীর উদ্যোগে সূচনা হল এই সামিটের। এই সম্মেলনেই পরিচালক শেখর কাপুরের সঙ্গে বিশেষ আলাপচারিতায় TV9 নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস। এই আলোচনায় উঠে এল দেশের বিনোদুনিয়ার সঙ্গে জড়িত নানা গুরুত্বপূর্ণ দিক। আলোচনায় উঠে এল এআই ও তার ভবিষ্যতের কথা।

AI কি আমাদের সৃজনশীলতাকে ধ্বংস করছে? ধীরে ধীরে ক্রিয়েটিভ কাজে জায়গা করে নিচ্ছে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স। এই এআই কি আসলে আমাদের হাতে তৈরি নতুন ফ্র্যাঙ্কেনস্টাইন? এই সম্মেলনে শেখর কাপুরকে প্রশ্ন করেন বরুণ দাস। উত্তরে শেখর জানান, আমার বাড়ির কুক মিস্টার ইন্ডিয়া ২ ছবির স্ক্রিপ্ট লিখেছে চ্যাট জিপিটি ব্যবহার করে। এই চ্যাট জিপিটি না থাকলে, আমি তো জানতে পারতাম না। আমার রাঁধুনি স্ক্রিপ্ট লিখতে পারে। তাঁর ইচ্ছা রয়েছে। সুতরাং এআই কখনই ফ্র্যাঙ্কেনস্টাইন নয়। মানুষের মস্তিষ্কে যা তৈরি হচ্ছে, তার যা নিজস্বতা রয়েছে তাকে হারাতে পারবে না এআই। শুধু কাজটাকে দ্রুত করছে এআই। আমি চ্যাট জিপিটির সঙ্গে কথা বলেছি। তাঁকে অন্ধের মতো ফলো করব কিনা, সেটা তো নিজেদের হাতে।