Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ের সকালে অনুপমের উদ্দেশে হবু স্ত্রী প্রশ্মিতা বললেন, ‘সবই যেন…’ 

EXCLUSIVE Anupam-Prashmita: এই প্রথম নয়, এর আগেও দু'বার বিয়ে করেছেন অনুপম। দুটো বিয়েই ভেঙেছে। ২ মার্চ তৃতীয় বিয়ে করতে চলেছেন অনুপম। প্রথমে সহকর্মী এবং তারপর বন্ধুত্ব। সেই বন্ধুত্বই ধীরে-ধীরে রূপ নেয় প্রেমিকার। এখন অনুপমের স্ত্রী হতে চলেছেন প্রশ্মিতা। বিয়ের সকালে সেই কনের মন কী বলছে, শুনে নিল TV9 বাংলা।

বিয়ের সকালে অনুপমের উদ্দেশে হবু স্ত্রী প্রশ্মিতা বললেন, 'সবই যেন...' 
অনুপম-প্রশ্মিতা।
Follow Us:
| Updated on: Mar 02, 2024 | 11:13 AM

আজই সেই দিন। আজই দক্ষিণ কলকাতার একটি ক্লাবে বসবে গায়ক-সঙ্গীত পরিচালক অনুপম রায় এবং গায়িকা প্রশ্মিতা পালের বিয়ের আসর। সামাজিকভাবে বিয়ে নয়, আইনি সইসাবুদ করে বিয়েটা সারবেন এই জুটি। কিন্তু কীভাবে কাছে এসেছিলেন অনুপম-প্রশ্মিতা? জানেন কি? বিয়ের ঠিক আগে অনুপমের উদ্দেশে TV9 বাংলাকে কী বললেন প্রশ্মিতা?

২০১০ সাল থেকে টালিগঞ্জে প্লেব্যাক গান করেন অনুপম রায়। পেশায় ইঞ্জিনিয়র মানুষটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই গানকে ভালবেসে এসেছেন ভীষণভাবেই। তারও অনেক আগে থেকেই নোটবুকের পাতায় গান লিখতেন তিনি। ২০১০ সালে পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়ের প্রথম পরিচালিত ‘অটোগ্রাফ’ ছবিতে ‘আমাকে আমার মতো থাকতে দাও…’ গেয়ে আপামর বাঙালি হৃদয়ে কম্পন ধরিয়ে দিয়েছিলেন তিনি। সেই থেকে আর পিছনে ফিরে তাকাননি। একের পর এক গান বেঁধেছেন। গেয়েছেন। শিল্পীদের দিয়ে গাইয়েছেন। অনেক শিল্পীকে শীর্ষে নিয়ে গিয়েছেন এই মানুষটাই। হয়ে উঠেছেন এক সফল সঙ্গীত পরিচালক। অন্যদিকে প্রশ্মিতার প্লেব্যাকের সফর শুরু রাজ চক্রবর্তীর ছবি ‘বোঝে না সে বোঝে না’র হাত ধরে। ২০১২ সালে মুক্তি পায় সেই ছবি। অভিনেত্রী পায়েল সরকারের জন্য ‘সাজনা’ গানটি গেয়েছিলেন তিনি। দারুণ সুরেলা কণ্ঠ তাঁরও। এই দুই ব্যক্তি অনুপম এবং প্রশ্মিতার ২ মার্চ বিয়ে। অর্থাৎ, আজ। আর কিছুক্ষণের মধ্যেই আইনি কাগজে সই করে ‘মিসেস রায়’ হবেন প্রশ্মিতা।

এই প্রথম নয়, এর আগেও দু’বার বিয়ে করেছেন অনুপম। প্রথম বিয়ে তিনি করেছিলেন তাঁর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহপাঠীকে। বেঙ্গালুরুতে ছিল তাঁদের সংসার। দ্বিতীয় বিয়ে তিনি করেছিলেন গায়িকা-সমাজসেবী পিয়া চক্রবর্তীকে। তিন নম্বর বিয়ে করছেন প্রশ্মিতাকে। প্রথমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলেন এই দুই তারকার। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্য়ায় (অনুপমের দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর বর্তমান স্বামী তিনি) এবং অভিনেত্রী কোয়েল মল্লিক অভিনীত ‘হাইওয়ে’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অনুপম-প্রশ্মিতা। প্রথমে সহকর্মী এবং তারপর বন্ধুত্ব। সেই বন্ধুত্বই ধীরে-ধীরে রূপ নেয় প্রেমিকার। এখন অনুপমের স্ত্রী হতে চলেছেন প্রশ্মিতা। বিয়ের সকালে সেই কনের মন কী বলছে, শুনে নিল TV9 বাংলা।

হবু স্বামী অনুপমের উদ্দেশে প্রশ্মিতা বললেন, “আজ থেকে আমরা একটা নতুন জীবন শুরু করতে চলেছি। আশা করি সবই ভাল হবে। আমরা খুবই আশাবাদী যে, সবই ভাল হবে শেষ পর্যন্ত।”

'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা
'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা
মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত
'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত
'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে: শ‌ওকত
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে: শ‌ওকত
'১৪০ কোটি ভারতবাসী চায় আসিম মুনিরের মাথা', বিস্ফোরক অগ্নিমিত্রা
'১৪০ কোটি ভারতবাসী চায় আসিম মুনিরের মাথা', বিস্ফোরক অগ্নিমিত্রা
'বাড়িতে ঢুকে মেরে আসা দেখিয়েছেন মোদীজি', বিস্ফোরক অগ্নিমিত্রা
'বাড়িতে ঢুকে মেরে আসা দেখিয়েছেন মোদীজি', বিস্ফোরক অগ্নিমিত্রা
'সব তৈরি', এক রাত আগে বাতিল হল কাশ্মীর ট্যুর
'সব তৈরি', এক রাত আগে বাতিল হল কাশ্মীর ট্যুর
হিন্দু নয়, তাও কেন মারল বিদেশি পর্যটকদের, জানুন
হিন্দু নয়, তাও কেন মারল বিদেশি পর্যটকদের, জানুন
'আর জি কর যেমন ঠান্ডা হয়ে গিয়েছে, এটাও হবে'
'আর জি কর যেমন ঠান্ডা হয়ে গিয়েছে, এটাও হবে'