কেউ বলেন ২৫, কারও মতে ২০-ও না! আসল বয়স কত? জানালেন দিতিপ্রিয়া
Ditipriya Roy: জন্মদিনে একগুচ্ছ কেক উপহার পেয়েছেন দিতিপ্রিয়া। সেই কেক কাটতেও দেখা গিয়েছে তাঁকে। আর সেখানেই উল্লেখ ছিল বয়েস। কে বলেছে নায়িকারা বয়স লুকিয়ে থাকেন?
দু’দিন আগেই জন্মদিন পার হয়েছে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের। সামাজিক মাধ্যম ভরে গিয়েছিল তাঁর জন্মদিনের উষ্ণ শুভেচ্ছায়। প্রেমিক কাছে নেই, তাতে কী? তাঁর থেকেও এসেছে শুভেচ্ছা। এ হেন দিতিপ্রিয়ার আসল বয়স কত? তা নিয়ে আলোচনার শেষ নেই। কেউ বলেন এখনও নাকি কুড়ির গন্ডি ছাড়াননি তিনি। আবার কারও মতে তিনি নাকি ২৫ বছর পার করে ফেলেছেন। সত্যিই কি তাই? অভিনেত্রী সবটাই জানালেন অকপটে।
জন্মদিনে একগুচ্ছ কেক উপহার পেয়েছেন দিতিপ্রিয়া। সেই কেক কাটতেও দেখা গিয়েছে তাঁকে। আর সেখানেই উল্লেখ ছিল বয়েস। কে বলেছে নায়িকারা বয়স লুকিয়ে থাকেন? দিতিপ্রিয়া কিন্তু হেঁটেছেন একেবারে উল্টো ট্র্যাকে। জানিয়েছেন, এই জন্মদিনে ২২ বছর পূর্ণ করলেন তিনি। তাঁর জন্ম ২০০২ সালে। দিতিপ্রিয়ার প্রেমিকের নাম ঋভু। ঋভু এখানকার ছেলে হলেও কর্মসূত্রে তাঁকে ঘুরতে হয় দেশের নানা জায়গায়। না অভিনয় জগতের সঙ্গে ঋভুর কোনও সম্পর্ক নেই। আলাপ হয়েছিল সামাজিক মাধ্যমের সূত্রেই। এই সম্পর্কটি নিয়ে বেজায় সিরিয়াস দিতিপ্রিয়া। বাড়িতেও সকলেই জানেন তাঁর প্রেমিকের কথা। অতীতে দিতিপ্রিয়া জানিয়েছিলেন, তাঁর মা নাকি তাঁর থেকে বেশি ঋভুকে ভালবাসেন। দিতিপ্রিয়া বাড়িতে নেই, তাতে কী? হাজির হয়ে যান প্রেমিক।
জন্মদিনে সেই প্রেমিকের কাছ থেকেই একগুচ্ছ ফুলের তোড়া পেয়েছেন দিতিপ্রিয়া। সেই ছবি শেয়ারও করেছেন সামাজিক মাধ্যমে। শেয়ার করে তিনি লিখেছেন, “আমার এই বিশেষ দিনটি আরও বিশেষ বানানোর জন্য ধন্যবাদ। আমি এখনও সেই গন্ধকে মিস করছি। যদি তুমি আজ আমার পাশে থাকতে। তোমায় যে ভীষণ ভালবাসি।”