AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমার সঙ্গে অভিনয় করলেই সুপারস্টার…’, প্রসেনজিৎ-কে কেন বললেন জুহি?

জুহি জানালেন, তাঁর সঙ্গে যেসব হিরো অভিনয় করেছেন, তাঁরাই আজ সুপারস্টার উদাহরণ হিসেবে শাহরুখ খান, আমির খান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম নিয়েছেন তিনি। প্রসঙ্গত, শাহরুখ খানের সঙ্গে 'রাজু বনগয়া জেন্টেলম্যান'-এ জুহি অভিনয় করেছিলেন। সেই ছবি সুপারহিট হয়।

'আমার সঙ্গে অভিনয় করলেই সুপারস্টার...', প্রসেনজিৎ-কে কেন বললেন জুহি?
| Edited By: | Updated on: May 28, 2025 | 1:07 PM
Share

কলকাতার একটি অনুষ্ঠানে হাজির ১৯৮৯ সালের ‘অমর প্রেম’ জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জুহি চাওলা। স্টেজে অভিনেত্রী নিজেই ডেকে নিলেন পর্দায় তাঁর অমর প্রেম ছবির নায়ককে। জুহি জানালেন, তাঁর সঙ্গে যেসব হিরো অভিনয় করেছেন, তাঁরাই আজ সুপারস্টার উদাহরণ হিসেবে শাহরুখ খান, আমির খান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম নিয়েছেন তিনি। প্রসঙ্গত, শাহরুখ খানের সঙ্গে ‘রাজু বনগয়া জেন্টেলম্যান’-এ জুহি অভিনয় করেছিলেন। সেই ছবি সুপারহিট হয়। এরপর বহু হিট ছবি উপহার দিয়েছিলেন এই জুটি।

আমির খানের সঙ্গে ‘কয়ামত সে কয়ামত তক’ দিয়ে সিনেমার যাত্রা শুরু করে একাধিক হিট দর্শকদের উপহার দিয়েছে আমির -জুহি জুটি। তেমন বাংলা ছবিতে অভিনয় করেন জুহি চাওলা ১৯৮৯ সালে ‘অমর প্রেম ‘ ছবিতে। সেই ছবিতেও জুহি জুটি বাঁধেন টলিউডের বুম্বার সঙ্গে। এই ছবির পরিচালক ছিলেন সুজিত গুহ। এর কয়েক বছর পর ১৯৯২ সালে আবার জুহি চাওলা বাংলা ছবি করেন নাম ‘আপন পর’। পরিচালক তপন সাহা আবার জুহির বিপরীতে হিরো হিসেবে নেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এই দুটি ছবি বেশ জনপ্রিয় হয়। ‘অমর প্রেম ‘ ছবির গান আজও দর্শকদের পছন্দের তালিকায় রয়ে গিয়েছে।

কলকাতার এই অনুষ্ঠানে এসে তাই ভীষণ নস্টালজিক হয়ে পড়েন অভিনেত্রী জুহি চাওলা। প্রসঙ্গত, জুহি এখন আর হিরোইনের চরিত্রে অভিনয় করেননি, তবে তাঁর এই তিন হিরো এখনও দাপিয়ে হিরো হিসেবেই বড় পর্দায় আসেন। সেই কারণেই জুহি মজা করেই ক্রেডিট নিয়ে জানিয়েছেন, তাঁর সঙ্গে কাজ করেন যাঁরা, তাঁরা এখন সুপারস্টার। প্রসঙ্গত, বাংলা সিনেমায় একের পর এক হিট ছবি করবেন বলে সেই সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলিউডের একাধিক হিট ছবির অফার না করে দেন। তার জন্য অবশ্য বাঙালির খুব প্রিয় বুম্বাদার কোন আফসোস নেই। কারণ তাঁর সঙ্গে বাংলা ছবিতে কাজ করবেন বলে বলিউডের হিরোইনরা কলকাতায় আসতেন। জুহি চাওলা থেকে রানি মুখোপাধ্যায়, ঐশ্বর্য রাই নায়িকাদের তালিকা দীর্ঘ।