ভাই বোনের মধ্যে প্রতিযোগিতা তৈরি করে পরিবারই: কোয়েল মল্লিক
এই ছবির বিষয় নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক জানালেন, তিনি মা হিসেবে নিজের দুই সন্তানদের মধ্যে কী মূল্যবোধ গড়ে তোলার চেষ্টা করছেন। ছোট থেকেই একান্নবর্তী পরিবারে বঢ় হয়েছেন কোয়েল। তিনি বললেন...

অভিনেতা কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিককে আবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাচ্ছে ‘স্বার্থপর’ ছবিতে। এই ছবিতে রঞ্জিত মল্লিককে দেখা যাবে উকিলের চরিত্রে। অন্যদিকে ছবিতে কোয়েল মল্লিক ও তার ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ কোর্টে পৌঁছে যায়। ছবিটি মুলত ভাই বোনের সম্পর্কের বিষয় নিয়ে এগোয়।
এই ছবির বিষয় নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক জানালেন, তিনি মা হিসেবে নিজের দুই সন্তানদের মধ্যে কী মূল্যবোধ গড়ে তোলার চেষ্টা করছেন। ছোট থেকেই একান্নবর্তী পরিবারে বঢ় হয়েছেন কোয়েল। তিনি বললেন, ” আমি ছেলে মেয়েকে এমন মূল্যবোধ দিয়ে বড় করতে চাই যাতে বড় হয়ে কিছু সমস্যা এলেও আলোচনার মধ্যেই সেই সমস্যা মেটাতে পারে।”
তিনি আরও যোগ করেন, ” আমি অনেক ক্ষেত্রেই দেখেছি বাবা মা অজান্তে অজ্ঞানতায় বাচ্চাদের মধ্যে তুলনা করেন, দেখ বাইরের লোক যাই বলুক। বাড়ির লোকজন সাপোর্ট করলে আনেন সমস্যা মিটে যায় কিন্ত বাড়ির মধ্যেই যদি বাবা মা তুলনা করেন, তোর ভাই করতে পারছে। তুই পালছিস না কেন? বা তোর বোন তোর থেকে ভাল করে, এটা হলে একে অপরকে প্রতিযোগিতার মধ্যে ফেলে দেওয়া হয়। এর থেকে আমি শেখাতে চাইব, ভাইয়ের কিছু সমস্যা হলে বোন পাশে থাকবে। বোনের ক্ষেত্রেও তার হবে। এটাই দেখে বড় হয়েছি, আমাদের এত বড় পরিবার, সেখানেও মনোমালিন্য থাকে , বিভিন্ন মানুষের মতামত আলাদা, তবে সমস্যা থাকলে তা সহজেই আলোচনার মাধ্যমেই মিটিয়ে নেওয়ার যায়। ”
কোয়েল বলেন, “বাবা মাকে অনেক সচেতন হতে হবে সন্তানকে বড় করার সময়, বড় হয়ে কে কী হবে সেটাতো তাঁর ভাগ্য, তবে বাড়ির সকলকে যেন বাচ্চাটা বড় হয়েও পাশে পেতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ।”
