শাহরুখ পুত্রের সঙ্গে নাম জড়ায় তাঁর, হুক্কা বারে কাজ করতেন নোরা
Nora Fatehi: ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাইরে থেকে এসে কাজ করছেন নোরা ফাতেহি। তিনি আউটসাইডার। ফলে শুরুটা খুব একটা সহজ ছিল না নোরার। শুরুতেই অর্থাভাবে ভুগেছিলেন নোরা। কিন্তু বড় স্টার হওয়ার স্বপ্ন ছিল তাঁর দুই চোখে। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নিজের প্রতি সম্মান এবং বিশ্বাস থাকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাইরে থেকে এসে কাজ করছেন নোরা ফাতেহি। তিনি আউটসাইডার। ফলে শুরুটা খুব একটা সহজ ছিল না নোরার। শুরুতেই অর্থাভাবে ভুগেছিলেন নোরা। কিন্তু বড় স্টার হওয়ার স্বপ্ন ছিল তাঁর দুই চোখে। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নিজের প্রতি সম্মান এবং বিশ্বাস থাকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাঁর মতো কিংবদন্তি হেলেনও বাইরে থেকে এসে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা শক্ত করেছিলেন। ফলে শুরু থেকে হেলেনকেই নিজের অনুপ্রেরণা বানিয়েছিলেন নোরা। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নোরা বলেছিলেন, “আমার কাছে শেষ মুহূর্তে সমস্ত কাজের অফার আসত। আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকতাম বলে কাজগুলো করতে অসুবিধা হত না।”
শুরুর দিকে দিনরাত মেহনত করতেন নোরা। তাঁর বয়সি মেয়েদের মতো পার্টিতে যেতেন না। তাঁর কোনও বয়ফ্রেন্ডও ছিল না। জানিয়েছিলেন নোরা। সেই সময় নিজেকে একটি ঘরে বন্ধ করে রাখতেন নোরা। হিন্দি ভাষা রপ্ত করতেন। টিভি দেখতেন। এবং নিজের ঘরেই প্র্যাকটিস করতেন নাচ। এই সমস্ত করতে গিয়ে নিজের ভাইয়ের বিয়েতেই যেতে পারেননি নোরা। সেই গ্লানি আজও আছে তাঁর। অনেকে কটাক্ষের সুরে নোরাকে বলেছিলেন, “তুমি কি পরবর্তী সময়ে ক্যাটরিনা কাইফ হতে চাও?” পেট চালাতে হুক্কা বারে কাজ করেছিলেন নোরা। সেখানে আসা তারকাদের, বিশেষ করে অভিনেত্রীদের বডি ল্যাঙ্গুয়েজ দেখতেন নোরা। জীবনে তাঁর বাসনা, হেলেনের বায়োপিকে অভিনয় করা।