AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জন্মদিনের আবদার, অক্ষয়ের থেকে কী এমন চাইলেন শাহরুখ?

সকলকে সময় মতো উত্তরও দেওয়ার চেষ্টা করেছেন তিনি। নাহ, শুধু ধন্যবাদ বলে ছেড়ে দেননি শাহরুখ, বরং জনে জনে ভেবে চিন্তেই উত্তর দিয়েছেন তিনি। যার মধ্যে সকলের নজর কাড়ল অক্ষয়ের সঙ্গে তাঁর কথোপকথন। অভিনেতা অক্ষয় কুমারের শুভেচ্ছার জবাবে শাহরুখ রসিকতা করে লেখেন...

জন্মদিনের আবদার, অক্ষয়ের থেকে কী এমন চাইলেন শাহরুখ?
| Edited By: | Updated on: Nov 05, 2025 | 5:09 PM
Share

বলিউডের বাদশা শাহরুখ খান সম্প্রতি পা রাখলেন ৬০-এ। যদিও অনুরাগীদের কাছে তিনি চিরসবুজ, জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইয়ে দেন তাঁর অনুরাগীরা। তালিকা থেকে বাদ পড়েনি সেলেবমহলও। অনুপম খের, অক্ষয় কুমার, কাজল, শশী থারুর, কমল হাসান, শত্রুঘ্ন সিনহা ও মোহনলালের মতো তারকাদের শুভেচ্ছা বার্তায় আপ্লুত হয়েছেন কিং খান।

সকলকে সময় মতো উত্তরও দেওয়ার চেষ্টা করেছেন তিনি। নাহ, শুধু ধন্যবাদ বলে ছেড়ে দেননি শাহরুখ, বরং জনে জনে ভেবে চিন্তেই উত্তর দিয়েছেন তিনি। যার মধ্যে সকলের নজর কাড়ল অক্ষয়ের সঙ্গে তাঁর কথোপকথন। অভিনেতা অক্ষয় কুমারের শুভেচ্ছার জবাবে শাহরুখ রসিকতা করে লেখেন, “ধন্যবাদ অক্ষয়, তুমি আমাকে হ্যাপি বার্থডে গানের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছো! সুন্দর দেখতে আর স্মার্ট হতে তুমি শিখিয়ে দিয়েছো। এখন ‘খিলাড়ি’র মতো সকালে উঠতেও শিখিয়ে দাও!” তাঁর এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল।

অন্যদিকে, কাজলের শুভেচ্ছা পোস্টে শাহরুখ লিখেছেন, “তোমার কথামতো কেকের মোমবাতিগুলো গুনিনি, আসলে রাখাই হয়নি। অনেক ভালবাসা রইল তোমার জন্য।” দক্ষিণের সুপারস্টার মোহনলালকেও ধন্যবাদ জানিয়ে শাহরুখ লেখেন, “পুরস্কার অনুষ্ঠানে তোমার সঙ্গে দেখা হয়ে দারুণ লেগেছিল। এক সন্ধ্যায় তোমাদের সঙ্গে বসব, খুব শিগগিরই ব্যবস্থা করছি।”

এদিকে, শাহরুখের জন্মদিন থেকেই যেন তাঁর পরবর্তী ছবি কিং নিয়েও দর্শকদের উত্তেজনা তুঙ্গে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত এই ছবি মুক্তি পেতে চলেছে ২০২৬ সালে। শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করবেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, জ্যাকি শ্রফ ও জয়দীপ আহলাওয়াত। মনে করা হচ্ছে এই ছবিতে শাহরুখের চরিত্র তাঁর কেরিয়ারের সবচেয়ে “ডার্ক এবং এক্সপেরিমেন্টাল” হতে চলেছে।