টলিপাড়ার ফিসফাসই সত্যি? রাজের হ্যান্ডসাম ছবি দেখে সৌমিতৃষা বললেন…
Soumitrisha Kundu: সময়টা বেশ ভালই যাচ্ছে সৌমিতৃষা কুন্ডুর। একের পর এক বিগ বাজেট ছবিতে দেখা যাচ্ছে তাঁকে। 'প্রধান' দিয়ে কেরিয়ার শুরু হওয়ার পর বেশ কিছু বড় ছবিতে দেখা যাবে তাঁকে আগামী দিনে, শোনা যাচ্ছে তেমনটাই।
টলিপাড়ার ফিসফাসই সত্যি তবে? যা শোনা যাচ্ছিল এত দিন তাই কি তবে হতে চলেছে অবশেষে? ‘প্রধান’ পর এবার তবে রাজ চক্রবর্তীর নায়িকা সৌমিতৃষা কুন্ডু? নায়িকা নিজেই দিলেন জল্পনা উস্কে। কী করে? সম্প্রতি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের তোলা তাঁর কিছু ছবি শেয়ার করেছেন রাজ। হ্যান্ডসাম পরিচালককে দেখে সৌমিও কিন্তু চুপ করে থাকেননি। লিখেছেন, “আরেহ বস”। রাজের সঙ্গে যারা কাজ করেছেন তাঁর টিম তাঁকে ‘বস’ বলেই ডাকেন সাধারণত। সে কারণেই কি সৌমিতৃষারও নতুন বস তিনি? আন্দাজ কিন্তু এমনটাই…
সময়টা বেশ ভালই যাচ্ছে সৌমিতৃষা কুন্ডুর। একের পর এক বিগ বাজেট ছবিতে দেখা যাচ্ছে তাঁকে। ‘প্রধান’ দিয়ে কেরিয়ার শুরু হওয়ার পর বেশ কিছু বড় ছবিতে দেখা যাবে তাঁকে আগামী দিনে, শোনা যাচ্ছে তেমনটাই। পাশাপাশি তাঁকে নিয়ে বাড়ছে বিতর্কও। ইন্ডাস্ট্রিতে ভাল সুযোগ পাওয়ায় তিনি নাকি বাড়িয়ে ফেলছেন শত্রুও। কিছু দিন আগেই তাঁর উচ্চতা নিয়ে কটাক্ষের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে।
View this post on Instagram
সে প্রসঙ্গে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, “আচ্ছা বলুন তো এটা যদি বলিউড হতো, এই প্রশ্নটা কি শুনতে হতো? জয়া বচ্চন অমিতাভ বচ্চন, রানি মুখোপাধ্যায় অভিষেক বচ্চন ছবি করেননি? তাঁদেরও কি এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছিল? আমার মতে এই সবটার উত্তরই সময় দিয়ে দেয়। কে কার পাশে কেমন, সেটা একমাত্র পর্দায় তাঁদের পাশাপাশি দেখলেই বোঝা যায়। ফলে ভাল লাগা খারাপ লাগার মন্তব্যগুলো যদি আমরা কাজটা দেখে করি, তাহলে আমার মনে হয় সমালোচনার গ্রহণযোগ্যতা থাকে। নিজেকে যদি প্রমাণ করা যায়, তবে রাতারাতি এমন অনেক ট্রোলারে মুখই বন্ধ করা যায়। তাই আমি বিশ্বাস করি কাজটা করে যাও। সত্যি বলছি আমি একেবারেই ভাবিনি যে বয়সের ফারাক, কিংবা উচ্চতার তফাতটা আদপে কোনও বিষয়। রসায়নটার প্রতি যত্নশীল হতে হয় বলেই আমি শিখেছি। সেই চেষ্টাই করেছি।”