Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দ্বিতীয়বার মা হতে চলেছেন? ‘সব থেকে বড় ভুল’ বুঝতে পারেন অনুষ্কা

Anushka Sharma: এরই মাঝে অনুষ্কা শর্মার একাধিক ছবিও ভাইরাল হতে দেখা যায় যেখানে তাঁর পরণে ছিল ঢিলে ঢালা পোশাক। নেটিজেনদের দাবি ছিল, বেবিবাম্প ঢাকতেই এমন পোশাক বেছে নিয়েছিলেন, শেষ তাঁকে দেখা গিয়েছিল রামমন্দিরের আমন্ত্রণ পত্র পেয়ে ছবি শেয়ার করতে। তখনও তাঁকে দেখে নেটিজেনরা মন্তব্য করেছিলেন তিনি মা হতে চলেছেন।

দ্বিতীয়বার মা হতে চলেছেন? 'সব থেকে বড় ভুল' বুঝতে পারেন অনুষ্কা
Follow Us:
| Updated on: Feb 04, 2024 | 1:34 PM

বেশ কিছু মাস ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছিল অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির পরিবারে আসতে চলেছে দ্বিতীয় সন্তান। তাঁদের নিয়ে চর্চাও ছিল তুঙ্গে। এরই মাঝে অনুষ্কা শর্মার একাধিক ছবিও ভাইরাল হতে দেখা যায় যেখানে তাঁর পরণে ছিল ঢিলে ঢালা পোশাক। নেটিজেনদের দাবি ছিল, বেবিবাম্প ঢাকতেই এমন পোশাক বেছে নিয়েছিলেন, শেষ তাঁকে দেখা গিয়েছিল রামমন্দিরের আমন্ত্রণ পত্র পেয়ে ছবি শেয়ার করতে। তখনও তাঁকে দেখে নেটিজেনরা মন্তব্য করেছিলেন তিনি মা হতে চলেছেন। এবার ক্রিকেটর AB de Villier একপ্রকার বলেই দিলেন, দ্বিতীয় সন্তান আসতে চলেছে এই দম্পতীর পরিবারে।

তবে করোনার সময় যখন প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন অনুষ্কা, তখন বেশ কিছু বিষয় তিনি জানতেন না। Vogue-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ”আমি বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করতাম। অনেক কিছু আছে যা আমরা জানি না। সেগুলোর জানার চেষ্টা করতাম। আমি ভাবতে পারিনি আমার মতো একজন সক্রিয় মেয়ে এতটা ক্লান্ত কীভাবে হতে পারে? রান্না ঘরের আসে পাশে যেতে পারতাম না, এতটাই গন্ধ পেতাম আমি সব কিছুর। মনে হতো মানুষের স্কিনের গন্ধও পাচ্ছি আমি। চিন্তায় পড়ে গিয়েছিলাম, এটা কি কোনও দিনও কাটবে না?”

তিনি আরও বলেন, ”বিশেষ করে ডাক্তারের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছিলাম, এই দুজনের জন্য খাওয়া বিষয়টা ভুল। আমরা অনেকেই মনে করি বেশি করে খেতে হবে, আমি যদিও প্রচুর পরিমাণে পাওভাজি খেয়েছি, সেটা আলাদা বিষয়, তবে অনেক কিছুই যেটা হয়ে আসছে সেটাতেই বিশ্বাস রাখি আমরা, কিন্তু সঠিকটা জেনে নেওয়া প্রয়োজন। ”