Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কবে থেকে শুরু হবে ‘কৌন বনেগা ক্রোড়পতি’? জানালেন অমিতাভ

সপ্তাহান্ত বাদে সোম থেকে শুক্রবার রাত ৯টায় সম্প্রচারিত হবে 'কৌন বনেগা ক্রোড়পতি'। মনের আনন্দ ব্যক্ত করে অমিতাভ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ছবি।

কবে থেকে শুরু হবে 'কৌন বনেগা ক্রোড়পতি'? জানালেন অমিতাভ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2021 | 3:37 PM

২৩ অগাস্ট থেকে সোম থেকে শুক্র, সেই চেনা কণ্ঠ ফের শোনা যাবে টেলিভিশনের পর্দায় – ‘নমস্কার, দেবীয়োঁ অউর সজ্জনোঁ, আপকা সোয়াগত হ্যায় ‘কৌন বনেগা ক্রোড়পতি মে ‘। বুঝতে পারলেন তো? ছোট পর্দায় ফিরছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ গেম শো। সঞ্চালনায় সেই একজনই অমিতাভ বচ্চন।

সপ্তাহান্ত বাদে সোম থেকে শুক্রবার রাত ৯টায় সম্প্রচারিত হবে ‘কৌন বনেগা ক্রোড়পতি’। মনের আনন্দ ব্যক্ত করে অমিতাভ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ছবি। ক্যাপশনে লিখেছেন “ফিরলাম… ২০০০ সাল থেকে ওই চেয়ারটায় বসছি আমি। ২১ বছর কেটে গেল। জীবনভরের অভিজ্ঞতা। শো থেকে অনেক কিছু পেয়েছি। আমার এই লুকটাও।”

সম্প্রতি ২১ বছর পূর্তি উৎযাপন করল ‘কৌন বনেগা ক্রোড়পতি’। ২০০০ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র হাত ধরেই ছোট পর্দায় প্রথম পা রেখেছিলেন বড় পর্দার সুপার স্টার অমিতাভ বচ্চন। অনেক ঘটনা, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শোয়ের সঙ্গে। শুরু থেকেই শোয়ের সঞ্চালক অমিতাভ। মাঝে একবারই শোয়ের সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত স্টার প্লাস চ্যানেলে শোয়ের সম্প্রচার হত। সে সময় প্রযোজনা করত সমীর নায়ারের টিম। ২০১০ সাল থেকে শো দেখা শুরু হয় সোনিতে। প্রযোজকও পালটে যায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’র। নতুন প্রযোজক হিসেবে কাজ করতে শুরু করে বিগ সিনার্জি।

আরও পড়ুনTapsee Pannu’s Reshmi Rocket: ৫৮ কোটি টাকা দিয়ে ‘রেশমি রকেট’-এর কপিরাইট কিনল Zee5

আরও পড়ুন: Akshay Kumar On OTT: অক্ষয় জানালেন এখন একজন স্টারের সময় পাওয়া গেলেও চরিত্রাভিনেতার সময় পাওয়া যায় না