Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পোশাকের দোকানে চাকরি নিয়েছিলেন কাজল, ক’টা দিন যেতেই কী ঘটে?

Kajol Secret: প্রথমদিন কাজে গেলেন কাজল। দেখলেন দোকানের চারদিকে ঝুলছে বাচ্চাদের ছোট-ছোট জামা। সবক’টি জামার দিকে তাকিয়ে থাকলেন কাজল। এক জায়গায় বসলেন। হঠাৎ অনুভব করলেন, তাঁর একটি পা নাচছে। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন।

পোশাকের দোকানে চাকরি নিয়েছিলেন কাজল, ক'টা দিন যেতেই কী ঘটে?
Follow Us:
| Updated on: Mar 14, 2025 | 4:00 PM

বাচ্চাদের দোকানে সেলস গার্ল লাগবে, এমন একটি বিজ্ঞাপন ঝুলতে দেখেছিলেন কাজল। হাত খরচের জন্য কাজটা করার কথা ভেবেছিলেন অভিনেত্রী তনুজার বড় মেয়ে। দোকানে ঢুকে নিজে থেকেই বলেছিলেন, “আমাকে কাজ দেবেন?” দোকানের মালকিন কাজলকে আপাদমস্তক জরিপ করে সন্দেহ প্রকাশ করে বলেছিলেন, “আপনি কাজ করতে পারবেন?” মাথা নেড়ে মালকিনকে আশ্বস্ত করেছিলেন কাজল। তারপর যা ঘটল…

প্রথমদিন কাজে গেলেন কাজল। দেখলেন দোকানের চারদিকে ঝুলছে বাচ্চাদের ছোট-ছোট জামা। সবক’টি জামার দিকে তাকিয়ে থাকলেন কাজল। এক জায়গায় বসলেন। হঠাৎ অনুভব করলেন, তাঁর একটি পা নাচছে। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ঘণ্টার পর-ঘণ্টা কেটে গেল, দোকানে একজনও ক্রেতা এলেন না। এক জায়গায় একটানা চুপ করে বসে থাকতে-থাকতে অস্বস্তি বোধ করতে শুরু করেন কাজল।

তিনি বলেছিলেন, “আমার মনে হয়েছিল, এটা একটা শাস্তি। আমাকে আমার মা যেমন দুষ্টুমি করলে এক জায়গায় চুপ করে বসিয়ে রাখতেন, সেরকমই লাগছিল। অসহ্য ছিল ব্যাপারটা।” সেই চাকরি বেশিদিন করতে পারেননি কাজল। তাঁর মতো ছটফটে মেয়ের পক্ষে খুবই কঠিন একটি চাকরি ছিল সেটি।