AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বিশ্বাস কোনওদিন পাল্টাবে না’, সম্পর্কের তিক্ততা নিয়ে বিস্ফোরক ক্যাটরিনা

Relationship: বিচ্ছেদের ঝড়ে ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা। তাঁর ও রণবীরের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার ছবি সকলের সামনে ছিল স্পষ্ট। একবার সেই বিতর্কিত সম্পর্ক নিয়েই সরব হয়েছিলেন অভিনেত্রী।

'বিশ্বাস কোনওদিন পাল্টাবে না', সম্পর্কের তিক্ততা নিয়ে বিস্ফোরক ক্যাটরিনা
| Updated on: Dec 29, 2024 | 1:47 PM
Share

ক্যাটরিনা কইফ, বলিউডের অন্যতম চর্চিত স্টার। যাঁকে নিয়ে সিনেপাড়ায় নিত্য চর্চা থাকে তুঙ্গে। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। বর্তমানে ভিকি কৌশলের সঙ্গে সুখে সংসার করছেন। তবে বিচ্ছেদ পর্ব যেন কিছুতেই পিছু ছাড়ার নয়। তাঁর সঙ্গে দীর্ঘ সম্পর্ক অভিনেতা রণবীর কাপুরের একটা সময় ছিল। তাই রণবীরকে নিয়ে চর্চাও কম হয়নি। বিচ্ছেদের ঝড়ে ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা। তাঁর ও রণবীরের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার ছবি সকলের সামনে ছিল স্পষ্ট। একবার সেই বিতর্কিত সম্পর্ক নিয়েই সরব হয়েছিলেন অভিনেত্রী।

জানিয়েছিলেন, সম্পর্ক থেকে বিশ্বাস উঠে যাওয়া নয়। বিচ্ছেদ বরং তাঁকে আরও অনেক বেশি শক্ত হতে শিখিয়েছে। অনেক বেশি এগিয়ে যেতে শিখিয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “প্রেমের প্রতি আমার বিশ্বাস কোনওদিন পাল্টাবে না। আমার মনে হয়, এতে সম্পর্কের প্রতি দর্শনটা পরিণত হচ্ছে। আমি শিখেছি কীভাবে সম্পর্ক ধরে রাখতে হয়, মানুষের সঙ্গে ব্যবহার করতে হয়। আমি শিখেছি স্বার্থপরতাকে দূরে ঠেলে দিতে।”

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “আরও উজার করে দিতে শিখেছি, দর্শন আরও স্পষ্ট হয়েছে, মানুষ হিসেবে অনেকটা এগোতে পেরেছি। অনেক বেশি পরিণত হয়েছি। অনেকের মনে হতে পারে এই সম্পর্ক থেকে বিশ্বাস হারিয়ে ফেলার কথা, আমার ক্ষেত্রে এমনটা হয়নি।” প্রসঙ্গত, গত আড়াই বছর ধরে ক্যাটরিনা কাইফের এক নতুন পরিচয় যোগ হয়েছে। তিনি এখন পঞ্জাবি পরিবারের ‘বহু’। ভিকি কৌশলের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই তাঁর বাবা-মা’কে আপন করে নিয়েছেন ক্যাটরিনা। ভালই আছেন তিনি।

একবার ক্যাটরিনা লিখেছিলেন, “পঞ্জাবি পরিবারে বিয়ে হয়ে এসে অনেক ভালবাসা পেয়েছি। একই সঙ্গে পেয়েছি ঘরে তৈরি সর্ষের শাক ও যবের রুটি সঙ্গে সাদা মাখন। হতে পারেন তিনি তারকা। হতে পারেন তিনি ক্যাটরিনা কাইফ– কিন্তু বাড়ির তৈরি খাবারের সঙ্গে যে কোনও আপস নয় সে প্রমাণই দিয়েছেন ক্যাটরিনা।