‘মাম্মা…!’ সকলের সামনে রেখাকে মা বলে ডেকে ওঠেন লতা, কিন্তু কেন?

Bollywood Gossip: প্রাণ ভরে ভালবাসতেন। তিনিও সকলকে অভিভাবকের মতোই আগলে রেখেছিলেন। তিনি লতা মঙ্গেশকর। তাঁর স্নেহ, মায়া থেকে বঞ্চিত হননি কেউই। অথচ তিনিই রেখাকে সকলের সামনে মা বলে ডেকে ওঠেন। 

'মাম্মা...!' সকলের সামনে রেখাকে মা বলে ডেকে ওঠেন লতা, কিন্তু কেন?
Follow Us:
| Updated on: Feb 05, 2025 | 7:11 PM

তিনি লতা মঙ্গেশকর, ভারতীয় সঙ্গীত জগতে তাঁর আধিপত্য ইতিহাসের পাতায় লেখা। একের পর এক হিট গান তাঁর ঝুলিতে। শরীরে বয়স বাড়লেও কণ্ঠ যেন তাঁর চির যৌবনে ভরা। জানেন সেই সুরসম্রাজ্ঞী রেখার স্বপ্ন সত্যি করেছিলেন। লতা মঙ্গেশকরকে ভালবাসতেন না, এমন মানুষ নেই। সেলিব্রিটি মহলের সকলেই তাঁর শ্রদ্ধা করতেন। প্রাণ ভরে ভালবাসতেন। তিনিও সকলকে অভিভাবকের মতোই আগলে রেখেছিলেন। তিনি লতা মঙ্গেশকর। তাঁর স্নেহ, মায়া থেকে বঞ্চিত হননি কেউই। অথচ তিনিই রেখাকে সকলের সামনে মা বলে ডেকে ওঠেন।

সেই গল্প শোনালেন খোদ রেখা। ‘দ্য কপিল শর্মা’ শোয়ে এসে লতা মঙ্গেশকরের স্মৃতিতে ফেরেন তিনি। রেখা অনেকের কণ্ঠস্বর নকল করতে পারেন। তবে কপিলের অনুরোধে তিনি স্থির করেন এক অন্য গল্প শোনাবেন। রেখাকে একবার নিমন্ত্রণ করেছিলেন লতা মঙ্গেশকর। সেদিন লতা মঙ্গেশকরের জন্মদিন ছিল। রেখা আবদার করে বলেছিলেন– ‘পরের জন্মে যেন আপনার মতো এক মেয়ে পাই’। শুনে লতা মঙ্গেশকর বলেছিলেন, ‘পরের জন্মে কেন? এই জন্মে নয় কেন?’

এরপরই তিনি সকলের সামনে রেখাকে মাম্মা বলে ডেকে ওঠেন। শুনে অবাক হয়েছিলেন রেখা। তবে একবার নয়, আরও একবার লতা মাম্মা বলেই ডাকেন, অবাক হয়েছিলেন রেখা। সেই স্মৃতি নায়িকাকে যে নিজের মনে গেঁথে রেখেছেন, তা তাঁর এদিনের কথায় স্পষ্ট হয়ে যায়।