যিশু ‘গাধা’! হঠাৎ কেন একথা বলে বসেন রচনা? কারণ জানলে অবাক হবেন

Tollywood Gossip: অভিনেত্রীর কীসের এত রাগ কিংবা অভিমান যিশু সেনগুপ্তের ওপর? একবার অপুর সংসার টক শোয়ে এসে খোলসা করেছিলেন তিনি। তাঁকে প্রশ্ন করা হয়, ইন্ডাস্ট্রিতে গাধা কে? বিন্দু মাত্র না ভেবে তিনি উত্তর দিয়েছিলেন যিশু সেনগুপ্ত।

যিশু 'গাধা'! হঠাৎ কেন একথা বলে বসেন রচনা? কারণ জানলে অবাক হবেন
Follow Us:
| Updated on: Aug 04, 2024 | 8:00 PM

রচনা বন্দ্যোপাধ্যায়, কেরিয়ারের শুরু থেকেই একের পর এক ভাল ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। একটা সময়ের পর তিনি পর্দা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এখন তিনি সকলের প্রিয় দিদি নম্বর ১। তিনি এখন সকলের প্রিয় সঞ্চালক। তবে অভিনেত্রীর কীসের এত রাগ কিংবা অভিমান যিশু সেনগুপ্তের ওপর? একবার অপুর সংসার টক শোয়ে এসে খোলসা করেছিলেন তিনি। তাঁকে প্রশ্ন করা হয়, ইন্ডাস্ট্রিতে গাধা কে? বিন্দু মাত্র না ভেবে তিনি উত্তর দিয়েছিলেন যিশু সেনগুপ্ত।

কারণও খোলসা করে বলে দিয়েছিলেন তিনি। তাঁর কথায় যিশু ভীষণ ভাল অভিনেতা। ও এখন যা করছে, তা ওর অনেক আগেই করা উচিত ছিল।এরপর রচনা বলেন, এই কথা আমি ওকে অনেকবার বলেছিল। আর ও জানে আমি এটা ওকে বোলতে পারি। রচনা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই নিজের কাজ নিয়ে ভীষণ সচেতন। তিনি ভীষণ বেছে বেছে কাজ করেন। যিশুর সঙ্গেও কাজ করেছেন তিনি। তবে এখন আর বড় পর্দায় দেখা যায় না তাঁকে।

তবে একটা সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছিল তিনি কাজ করতে পারেন, যদি তাঁর কাছে তেমন কোনও চরিত্রের প্রস্তাব আসে। রচনা বন্দ্যোপাধ্যায় এখন ব্যস্ত একাধিক কাজ নিয়ে। যার মধ্যে অন্যতম হল তাঁর ব্যবসা। এখন নিজের সংস্থা নিয়ে যেমন কাজ করছেন, তেমনই আবার সঞ্চালনার কাজও তিনি চালিয়ে যাচ্ছেন পুরো দমে।