Exclusive: আবারও দেব-শুভশ্রীর ছবি! পরিচালনায় রাজ? জুটিকে নিয়ে কী বললেন পরিচালক
Dev-Subhashree: তবে বাণিজ্যিক ছবির দর্শকের টানতে কি আরও একবার এই জুটির একসঙ্গে কাজ করা উচিত নয়? সিনেপ্রেমী মানুষের মনে এই প্রশ্ন জেগেছে বারবার। সকলেই প্রশ্ন করেছেন একাধিকবার। এবার সেই প্রশ্নই পরিচালক রাজ চক্রবর্তীর সামনে রাখল TV9 বাংলা।
দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়, টলিপাড়ার কাছে এই জুটি নস্ট্যালজিয়া। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তাঁরা। তবে মাঝে দীর্ঘ বিরতি। বেশ কিছু সমীকরণের জেরে আর এক সঙ্গে কাজ করে ওঠা হয়নি। তবে বাণিজ্যিক ছবির দর্শকের টানতে কি আরও একবার এই জুটির একসঙ্গে কাজ করা উচিত নয়? সিনেপ্রেমী মানুষের মনে এই প্রশ্ন জেগেছে বারবার। সকলেই প্রশ্ন করেছেন একাধিকবার। এবার সেই প্রশ্নই পরিচালক রাজ চক্রবর্তীর সামনে রাখল TV9 বাংলা।
খোলামেলা আলোচনায় এদিন রাজ চক্রবর্তী কথা প্রসঙ্গে তুললেন বাংলা ছবির ব্যবসার কথা। আর সেই ব্যবসার কথা মাথায় রেখেই কি উচিত নয়, আরও একবার এই জুটিকে পর্দায় ফেরানো? পরিচালনাটা রাজেরই করা উচিত নয় কি? প্রশ্ন শুনে একবাক্যে সহমত প্রকাশ করলেন রাজ। তবে সেখানেই থামলেন না। বললেন, “অবশ্যই উচিত। তবে তার থেকে অনেক বেশি জরুরি দেব আর জিৎকে একসঙ্গে নিয়ে আসা। দেব শুভশ্রী তো করেছে অনেক ছবি। অনেক হিট দিয়েছে। বরং পর্দায় এই জুটি আমার মনে হয় আরও অনেক বেশি ঝড় তুলবে, ব্যবসা আনবে দেব-জিৎ জুটি। সেই ছবি আমারই পরিচালনা করা উচিত। তবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে অনেককিছু। দুই স্টার, তাঁদের মতাদর্শ, আমার ভাবনা, দর্শকদের প্রত্যাশা, সব মিলিয়ে এই প্রজেক্টটা হওয়া বেশ কঠিন।”
দুই পৃথিবী ছবিতে এই জুটিকে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল। দর্শক প্রেক্ষাগৃহ ভরিয়ে তুলেছিল, ছবি ঘিরে ছিল উত্তেজনা। পর্দার সেই স্বাদ ফিরিয়ে আনতে হবে বলেই দাবি করেন এদিন রাজ।