Raj-Subhashree: ‘অতো মা-মা করার দরকার নেই’, শুভশ্রীকে নিয়ে রাজের পরিবারে অশান্তি?

Tollywood Inside: ভশ্রী কাকে বেশি সময় দেবেন, সন্তানদের না রাজকে? মা শুভশ্রী না স্ত্রী শুভশ্রীর ভূমিকা আগে? তা নিয়ে লড়াই বর্তমান। সম্প্রতি হইচই থেকে পোস্ট হওয়া একটি রিলে তেমনই মজার মুহূর্তের কথা শেয়ার করে নিলেন জুটি।

Raj-Subhashree: 'অতো মা-মা করার দরকার নেই', শুভশ্রীকে নিয়ে রাজের পরিবারে অশান্তি?
Follow Us:
| Updated on: Jan 15, 2025 | 6:14 PM

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়, এক কথায় বলতে গেলে এই জুটিকে নিয়ে টলিপাড়ায় নিত্য জল্পনা থাকে তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তাঁরা। পরিবার নিয়ে খুব একটা রাখঢাক নেই জুটির। নিজেদের মতো করে তাঁরা চুটিয়ে কাজ ও সংসার দুই করছেন। আর সেই বিশেষ মুহূর্তের টুকরো টুকরো স্মৃতিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে থাকেন তাঁরা। কখনও রাজের সঙ্গে রোম্যান্সে বুঁদ শুভশ্রী, কখনও আবার ইয়ালিনি ও ইউভানের দুষ্টুমিষ্টি মুহূর্ত ভাইরাল হয় নেটপাড়া।

তবে জানেন কি, এই দুই সন্তান আসার পর বেজায় সমস্যায় পড়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়! নিত্য পরিবারে তাঁকে নিয়ে অশান্তি লেগেই থাকে। আর সেটা হল শুভশ্রী কাকে বেশি সময় দেবেন, সন্তানদের না রাজকে? মা শুভশ্রী না স্ত্রী শুভশ্রীর ভূমিকা আগে? তা নিয়ে লড়াই বর্তমান। সম্প্রতি হইচই থেকে পোস্ট হওয়া একটি রিলে তেমনই মজার মুহূর্তের কথা শেয়ার করে নিলেন জুটি।

রাজকে প্রশ্ন করা হয়, স্ত্রী শুভশ্রী না মা শুভশ্রী? রাজ মুহূর্তে আবদার করে বলেন, “আমার জন্যে নিঃসন্দেহে ও আগে স্ত্রী। আগে আমার স্ত্রী, তারপর ও মা। অতো মা-মা করার দরকার নেই।” “বাচ্চারা আসার পর এটাই চলে বাড়িতে” হাসতে হাসতে খোলসা করেন শুভশ্রী। তাতে সহমত জানিয়ে রাজ বলেন “একদমই”। যদিও সবটাই মজার ছলে বলা। কারণ এই রিলের প্রথমেই জুটি খোলসা করে দেন, যে তাঁদের কাছে সব থেকে বেশি প্রাধান্য পেয়ে থাকে সন্তানেরা। কাজের বাইরে পুরো সময়টাই তাঁরা দুই সন্তানেরর সঙ্গে কাটাতে পছন্দ করেন। প্রসঙ্গত, হইচই-তে আসতে চলেছে তাঁদের ছবি হাবজি গাবজি। তারই প্রচারে এসে খানিকটা খুনসুটিতে মাতলেন জুটি।