Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রানির গর্ভেই নষ্ট সন্তান, কাকপক্ষীও জানতে পারেনি, ঠিক কী ঘটে?

Rani Mukherjee: তিনি দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই সন্তান গর্ভেও এসেছিল তাঁর। কিন্তু শেষ রক্ষা হল না। মাত্র পাঁচমাসেই সন্তান হারান তিনি। গর্ভপাতের কথা ভয়ে কাউকে জানাননি রানি মুখোপাধ্যায়।

রানির গর্ভেই নষ্ট সন্তান, কাকপক্ষীও জানতে পারেনি, ঠিক কী ঘটে?
Follow Us:
| Updated on: Jan 24, 2025 | 5:41 PM

রানি মুখোপাধ্যায় এক সন্তানের মা। একটি মেয়েকে নিয়েই বেজায় ব্যস্ত তিনি। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত কারও জানা ছিল না, যে তিনি দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই সন্তান গর্ভেও এসেছিল তাঁর। কিন্তু শেষ রক্ষা হল না। মাত্র পাঁচমাসেই সন্তান হারান তিনি। গর্ভপাতের কথা ভয়ে কাউকে জানাননি রানি মুখোপাধ্যায়। কিন্তু কেন এই ভয়? রানি মুখোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তিনি তখন মিস্টার এন্ড মিসেস চ্যাটার্জি ছবির সঙ্গে যুক্ত ছিলেন। সেখানেও তিনি এক সত্য ঘটনা অবলম্বনে সন্তান হারানো মায়ের ভূমিকাতে অভিনয় করছিলেন। কিন্তু সেই সময় সত্যি রানি বাস্তাব জীবনেও সন্তান হারা খবর ছড়ালে হয়তো অনেকেই মনে করতেন এটা পাবলিসিটি স্টান্ট। সেই ভয়ে মুখ বন্ধ করে রেখেছিলেন তিনি। টানা দুই বছর কাউকে কিছুই জানতে দেননি। যন্ত্রণা বুকে নিয়ে ছবির কাজ শেষ করেন রানি মুখোপাধ্যায়। ছবির প্রচারেও শরীরের ধকল কিংবা চোখের জলকে সামনে আসতে দেননি তিনি।

প্রসঙ্গত, এই ছবিতে মিসেস চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করেছেন রানি মুখোপাধ্যায়। আর মিস্টার চ্যাটার্জি হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। প্রচারে রানিই ছিলেন মুখ। অনির্বাণকে দেখা যায়নি খুব একটা। যদিও ছবি বক্স অফিসে সেভাবে ফল করতে পারেনি। প্রসঙ্গত, নিজের সেই সময়ের কঠিন লড়াইরে কথা অবশেষে সামনে আনলেন রানি মুখোপাধ্যায়। জানালেন, ঠিক কতটা কঠিন ছিল সেই অভিনয় চালিয়ে যাওয়ার লড়াইটা। বর্তমানে রানি মুখোপাধ্যায় একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত। ঝুলিতে রয়েছে ওয়েব সিরিজের অফারও।