AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রায়চকে প্রেম এসেছিল কোয়েলের জীবনে, কথাটা রঞ্জিত মল্লিকের কানে উঠতেই…

Koel Mallick: এভাবেই শুরু তাঁদের প্রেম পর্ব সেখান থেকে বিয়ে এবং সন্তান সবটা মিলিয়ে বেশ ভাল আছে টলিউডের এই জুটি। মাঝে তাঁদের সম্পর্কের বিবাদের খবর নানাভাবে ছড়িয়ে পড়লেও আদপে যে তা বাস্তব নয়, সে প্রসঙ্গ স্পষ্ট হয়ে যায়।

রায়চকে প্রেম এসেছিল কোয়েলের জীবনে, কথাটা রঞ্জিত মল্লিকের কানে উঠতেই...
| Updated on: Aug 01, 2024 | 2:35 PM
Share

নিসপাল রানের সঙ্গে দীর্ঘদিনের বৈবাহিক জীবন বেশ ভালই কাটছে অভিনেত্রী কোয়েল মল্লিকের। টলিউডে পা রাখার পর একাধিক বার দেব ও জিতের সঙ্গে জুটি বেঁধে সকলে নজরের কেন্দ্রে এসেছিলেন অভিনেত্রী। তবে পর্দার কোনও হিরোকে ব্যক্তিগত জীবনে মনে ধরেনি কোয়েলের, বরং তিনি মন দিয়েছিলেন প্রযোজক রানেকে। ভেতর ভেতর বাড়তে থাকে সম্পর্ক। একে অন্যের প্রতি ভাল লাগা অনুভব করার পর থেকেই এগোতে থাকে তাঁদের গল্প। একাধিকবার সাক্ষাৎকারে কোয়েল মল্লিক জানিয়েছিলেন তাঁদের প্রথম ডেটিং রায়চক থেকে একসঙ্গে ফেরা।

কোয়েলকে দেখে নাকি এতটাই সাধারণ মনে হয়েছিল রানের যে তিনি ও দেখা মাত্র মন দিয়ে ফেলেছিলেন অভিনেত্রীকে। প্রশ্ন জেগেছিল তাঁর মনে, কীভাবে এত বড় অভিনেত্রী এতটা সাধারণ থাকেন। তবে সেই প্রেম কাহিনি পরিবারের কান পর্যন্ত পৌঁছিল কীভাবে? দীর্ঘদিন তাঁদের সম্পর্কে কথা গোপনেই থেকে গিয়েছিল। ধীরে ধীরে কানাঘুষো খবর যখন সকলের সামনে আসছিল, তখন একদিন খাবারের টেবিলে বসে সবটাই ফাঁস হয়ে যায় পরিবারের সামনে।

বিষয়টা কীভাবে জানাবেন ভাবছিলেন কোয়েল মল্লিক। এমন সময় তাঁর বাবা রঞ্জিত মল্লিক নিজেই বলে বসেন রানে ছেলেটি বেশ ভাল। আর তাতেই এক গালে হেসে স্বস্তি পেয়েছিলেন কোয়েল মল্লিক। হয় এভাবেই শুরু তাঁদের প্রেম পর্ব সেখান থেকে বিয়ে এবং সন্তান সবটা মিলিয়ে বেশ ভাল আছে টলিউডের এই জুটি। মাঝে তাঁদের সম্পর্কের বিবাদের খবর নানাভাবে ছড়িয়ে পড়লেও আদপে যে তা বাস্তব নয়, সে প্রসঙ্গ স্পষ্ট হয়ে যায়।