AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রকাশ্যে হৃত্বিকের ঠোঁট কামড়ে চুম্বন, ‘বেসামাল’ রেখা যখন বিতর্কে

তখন সোশ্যাল মিডিয়ায় এতটা দাপটও ছিল না, যার ফলে অভিনেতার মন্তব্য বা যুক্তি দর্শকদের কাছে সেখাভে পৌঁছায়ওনি। যদিও রেখা ও হৃত্বিক মা-ছেলের চরিত্রে অভিনয় করেছেন 'কই মিল গেয়া' ছবিতে। ফলে তাঁদের এই ছবি এক শ্রেণির বেজায় চোখে লাগে।

প্রকাশ্যে হৃত্বিকের ঠোঁট কামড়ে চুম্বন, 'বেসামাল' রেখা যখন বিতর্কে
| Edited By: | Updated on: May 25, 2025 | 12:55 PM
Share

রেখার কর্মজীবনে একাধিক বিতর্ক বর্তমান। কখনও সামনে আসতে দেখা যায় তাঁর পরকীয়া সম্পর্কের কথা, কখনও আবার একাধিক সেলেবের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জল্পনা। তাই বলে ২০ বছরের ছোট অভিনেতার সঙ্গে…! একবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই কাণ্ড ঘটিয়ে বসেন রেখা। অনেকেই সেখানে উপস্থিত নিজের চোখকে বিশ্বাস করে উঠতে পারছিলেন না।

ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই ইভেন্টের ছবি। হৃত্বিক রোশন, রেখার থেকে অনেক ছোট বলিপাড়ার সুপারস্টার। ‘কই মিল গেয়া’ ছবিতে তিনি রেখার ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন। হৃত্বিকের কেরিয়ার তখন সবে মাত্র শুরু হয়েছে। তারই মধ্যেই রেখাকে ঘিরে জল্পনায় জড়িয়ে যায় হৃত্বিকের নাম। হঠাৎই সকলের সামনে হৃত্বিকের ঠোঁটে চুমু খেয়ে বসেন রেখা। লিপলকের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। পাপারাৎজিদের ক্যামেরায় তা ফ্রেমবন্দি হয় মুহূর্তে।

এরপর থেকে কড়া ভাষায় সমালোচিত হতে শুরু করেন রেখা। পাশাপাশি হৃত্বিককে নিয়েও শুরু হয়ে যায় নানা গুজব-জল্পনা। ২০ বছরের ছোট স্টারের সঙ্গে এ কেমন ব্যবহার? উঠতে থাকে প্রশ্ন। যদিও ছবি দেখা মাত্র বিষয়টা স্পষ্ট হয়ে যায় একপ্রকার জোর করেই হৃত্বিককে চুমু খাওয়া হয়। তবে সেই মুহূর্তে কোথাও গিয়ে যেন এই বিতর্ক নিয়ে মন্তব্য করতে চাননি হৃত্বিক রোশন।

তখন সোশ্যাল মিডিয়ায় এতটা দাপটও ছিল না, যার ফলে অভিনেতার মন্তব্য বা যুক্তি দর্শকদের কাছে সেখাভে পৌঁছায়ওনি। যদিও রেখা ও হৃত্বিক মা-ছেলের চরিত্রে অভিনয় করেছেন কই মিল গেয়া ছবিতে। ফলে তাঁদের এই ছবি এক শ্রেণির বেজায় চোখে লাগে।