AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শাবানাকে বিয়ে করলে বাড়িতে পা রাখতে দেব না, মায়ের নির্দেশে কোন নায়কের প্রেম ভাঙে?

সঞ্জীব কাপুর ও শাবানার সম্পর্কের গভীরতা যতই থাক না কেন, সঞ্জীব কাপুরের মা বাড়িতে শাবানার পা পর্যন্ত ফেলতে দেননি। সম্পর্কের কথা জানতে পেড়েই তিনি নির্দেশ দিয়েছিলেন, এই বিয়ে করলে বাড়ি ছাড়তে হবে অভিনেতাকে।

শাবানাকে বিয়ে করলে বাড়িতে পা রাখতে দেব না, মায়ের নির্দেশে কোন নায়কের প্রেম ভাঙে?
Follow Us:
| Edited By: | Updated on: May 16, 2025 | 3:57 PM

ব্যক্তিগত সম্পর্কই হোক বা সিনে দুনিয়ার গোপন তথ্য, সেলেবদের রিল ও রিয়েল লাইফ দুই অধিকাংশ সময়ই থাকে লাইম লাইটে। তবে আজ থেকে ৮০ বছর আগের ছবিটা ছিল বেশ কিছুটা আলাদা। এখন সামান্য থেকে সামান্যতম খবরও মুহূর্তে সোশ্যাল মিডিয়া, পাপরাজিৎদের দাপটে ভাইরাল। তবে ৬০-৭০-এর দশকের অধিকাংশ খবরই আজও অন্ধকারেই রয়ে গিয়েছে। বেশ কিছু খবর সামনে আসলেও, বহু অজানা কাহিনি আজ বিভিন্ন সেলেবের বায়োপিকের পাতায় ঠাঁই পায়। সঞ্জীব কুমার তাঁর বায়োপিকের মাধ্যমে তেমনই কিছু কাহিনি প্রকাশ্যে এনেছেন।

যেখানে পাতার পর পাতা জায়গা করে নিয়েছে তাঁর রোম্যান্টিক জীবনের একাধিক অধ্যায়। কখনও নূতন, কখনও সায়রা বানু কখনও আবার শাবানা আজমির নাম সামনে উঠে এসেছে পাতায়-পাতায়। ১৯৭৯ সালে এক সাক্ষাৎকারে শাবানা আজমির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা। সঞ্জীব কাপুর ও শাবানার সম্পর্কের গভীরতা যতই থাক না কেন, সঞ্জীব কাপুরের মা বাড়িতে শাবানার পা পর্যন্ত ফেলতে দেননি। সম্পর্কের কথা জানতে পেড়েই তিনি নির্দেশ দিয়েছিলেন, এই বিয়ে করলে বাড়ি ছাড়তে হবে অভিনেতাকে।

কারণ একটাই, শাবানা আজমি ছিলেন মুসলমান। আর মুসলিম বউ মেনে নিতে নারাজ ছিলেন তিনি। যার ফলে এই বিয়ে থেকে পিছিয়ে আসতে হয় সঞ্জীব কাপুরকে। তিনি দীর্ঘদিন ধরে চিনতেন শাবানা আজমিকে। অভিনয় জগতে প্রবেশ করার আগে থেকেই। শাবানার মায়ের সঙ্গে কাজ করেছিলেন তিনি। যার ফলে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বেজায় কষ্ট হয়েছিল সঞ্জীব কাপুরের। একইভাবে ভেঙে পড়েছিলেন শাবানা আজমিও। যদিও মায়ের এই নির্দেশের কারণে জীবনে প্রথম প্রেমও টেকেনি সঞ্জীব কাপুরের, কারণ একটাই, তিনিও ছিলেন মুসলিম ঘরের মেয়ে।